সকলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, সেই নির্বাচন ব্যবস্থা গ্রহণ করতে হবে যেখানে দেশের মানুষ দিনে ভোট দিতে পারবে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঐক্য পরিষদের প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
জয়নুল আবদিন বলেন, শক্ত হাতে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সরকার গঠন করেছে, কোন কুচক্রী মহল যেনো সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে ব্যর্থ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ভারত ১৬ বছর শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। দেশের মানুষ ভারতের কর্তৃত্ববাদী মেনে নেয়নি আগামীতেও মানবে না। সংখ্যায় তারা বেশি হলেও বাংলাদেশের মানুষ মনোবলের দিক দিয়ে এগিয়ে।
ভারতকে সাবধান করে দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, এই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে।