সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

জালেমদের বিচার নিশ্চিত করতে হবে: শফিকুর রহমান

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

গড়িমসি করে সময়ক্ষেপণ নয়, দ্রুততম সময়ের মধ্যে জালেমদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই-আগস্ট ছাত্রজনতাকে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এ খুনিদের বিচার বাংলাদেশের পেনালকোর্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াত ইসলামী এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে জামায়াতের এ শীর্ষনেতা আরো বলেন, শহিদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহিদরা এ জাতির সম্পদ। আমরা সবাই শহিদ পরিবারের সদস্য। জামায়াত ইসলামী জুলাই-আগস্টের সকল শহিদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে।

শহিদ সেলিম তালুকদারের কন্যা সন্তানকে দেখতে গিয়ে তিনি বলেন, আমরা শহিদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসেছি। আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, শিক্ষা, চিকিৎসা ও বিয়ে পর্যন্ত আমরা তার দায়িত্ব নিচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলেমিশে মানবিক বাংলাদেশ গড়বো। সেই বাংলাদেশ হবে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের দুঃখে সাড়া দিবে, এবং প্রথম সাড়া দেয়ার দায়িত্ব থাকবে সরকারের। সরকার জনগণকে সাথে নিয়ে একটি কল্যাণকর এবং মানবিক রাষ্ট্র গড়বে। কোরআনের ভিত্তিতে এমন একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। সেই অভিযাত্রায় দেশবাসীকে পাশে পাওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচন করলে জামায়াত নেতাদের দুনিয়ার সম্পদ বৃদ্ধি পাবে না বরং আখিরাতের সম্পদ বাড়বে।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

দুপুরে হেলিকপ্টারে ঝালকাঠি শহরের পৌর মিনি স্টেডিয়ামে নামেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় জেলা জামায়াতের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শহরের কবিরাজ বাড়ি এলাকায় শহিদ সেলিম তালুকদারের শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে তার নবজাতক কন্যা রোজাকে কোলে তুলে নেন।

জামায়াতের আমির শিশুটির মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি শিশুটির দায়িত্ব নেয়ার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন থেকে শিশুটির বেড়ে ওঠা, শিক্ষার ব্যয়সহ সব খরচ বহন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামাত আমির সবসময় শিশুটির খোঁজ খবর রাখার জন্য স্থানীয় জামায়াত নেতাদের নির্দেশ দেন।

একাত্তর/আরএ
যেকোনো নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই দুটি কাজ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ...
সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাই বর্তমান সরকারকে তাদের কাজে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান...
আগামী বছরের রমজানের আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। 
দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত