জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার বয়স ১৬ বছর, আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তিনি বলেন, এবারের অভ্যুত্থানকে সারা বিশ্বের জেন-জির অভ্যুত্থান বলা হচ্ছে। গণঅভ্যুত্থানে তাদের এত বড় একটা স্টেপ তৈরি হলো, এরপর পরবর্তিত যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না।
এসময় তিনি জানান, রোববার (২৩ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে এই প্রস্তাবগুলো করা হবে।
গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।
‘এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত’ মন্তব্য করে তুষার বলেন, সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।
তিনি বলেন, যদিও প্রশ্ন আসে যে এই সরকার তো সংবিধানের মধ্য দিয়ে শপথ নিয়েছে। এটা একটা টেকনিক্যাল ব্যাপার। আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন সংবিধান লেখা উচিত।
তিনি বলেন, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যদি না হয় আইনসভার নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে।
এসময় আওয়ামী লীগকে দেশ বিরোধী শক্তি ও ভারতের এজেন্ট মন্তব্য করে তুষার বলেন, তারা আন্দোলনকে আন্দলন নয়, দেশকে অস্থিতিশীল করবে।
১১১টি প্রস্তাব আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব হবে, এনসিপি সংস্কার কমিটির প্রস্তাবের দ্বিমত প্রকাশ করেছে বলেও জানান তিনি।