সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

ভোটারের ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার বয়স ১৬ বছর, আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, এবারের অভ্যুত্থানকে সারা বিশ্বের জেন-জির অভ্যুত্থান বলা হচ্ছে। গণঅভ্যুত্থানে তাদের এত বড় একটা স্টেপ তৈরি হলো, এরপর পরবর্তিত যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না।

এসময় তিনি জানান, রোববার (২৩ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে এই প্রস্তাবগুলো করা হবে।

গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।

‘এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত’ মন্তব্য করে তুষার বলেন, সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।

তিনি বলেন, যদিও প্রশ্ন আসে যে এই সরকার তো সংবিধানের মধ্য দিয়ে শপথ নিয়েছে। এটা একটা টেকনিক্যাল ব্যাপার। আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন সংবিধান লেখা উচিত।

তিনি বলেন, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যদি না হয় আইনসভার নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে।

এসময় আওয়ামী লীগকে দেশ বিরোধী শক্তি ও ভারতের এজেন্ট মন্তব্য করে তুষার বলেন, তারা আন্দোলনকে আন্দলন নয়, দেশকে অস্থিতিশীল করবে।

১১১টি প্রস্তাব আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব হবে, এনসিপি সংস্কার কমিটির প্রস্তাবের দ্বিমত প্রকাশ করেছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে ৯০ দিন বা তিন মাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সব শর্ত পূরণ করতে তাদের মাস দুয়েক সময় লাগবে বলে জানান দলটির নেতারা।
সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দেয়া হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা, তা বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরইমধ্যে সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির...
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত