দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে সেই ঐক্য ধরে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর মালিবাগের একটি হোটেলে ১২ দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মত পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ দেন তারেক রহমান। জানান, দেশের মানুষ আর গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবার এক থাকার বিকল্প নেই।
সংস্কারে শেষ বলে কিছু নেই মন্তব্য করে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে বিরত থাকারও আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, গণতন্ত্র বলতে সাধারণ মানুষ বোঝে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানকে। মানুষ দেখতে চায় তার দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিলো বিএনপি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার লক্ষ্য ছিলো দেশ ও জনগণ।