সরকারের সংস্কার প্রস্তাবে এককভাবে কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়নি- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়।
সোমবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুরে ছিন্নমূল শিশুদের নিয়ে ঈদশুভেচ্ছা বিনিময় আয়োজন করে ঢাকা দক্ষিণ বিএনপি। আয়োজনে শিশুদের সাথে কুশল বিনিময় করেন মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। তাই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি।
গেলো ১৭ বছর শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি লড়াইল করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে মির্জা আব্বাস আরও বলেন, অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ বিএনপির জন্য মুক্ত, স্বাধীন।
নির্বাচনে জিতবে না জেনেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।