গাজায় ইসরাইলি বর্বর হামলায় জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ইসরাইলি আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধের আহবান জানান তিনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ইসরাইলের সকল পণ্য বর্জনের আহবান জানান এই বিএনপি নেতা।
শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে বিশ্বব্যাপী ‘দ্যা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই ধারাবাহিকতায় এই বিক্ষোভ কর্মসূচি।
আজ বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশ থেকে অবিলম্বে ইসরাইলের এ ধরনের নৃশংসতার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ইসরাইলের মদদদাতা পরাশক্তিদের জবাবদিহিতার পাশাপাশি এমন বর্বরতায় জাতিসংঘের ভূমিকার সমালোচনাও করেন তারা।
এসময় ইসরাইলের সব পণ্য বর্জনের আহবান জানান সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি প্রতিবাদের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বর্তমান সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।