প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সংস্কারগুলো দ্রুত শেষে করে নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশে অনেক ঘটনা ঘটছে। দ্রুত নির্বাচন না দিলে এ ঘটনাগুলো আরও ঘটবে।
তিনি মনে করেন, নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে দেবীপুর মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা তো পালাই নাই। আমি তো পালাই নাই। আমরা কী চুরি করেছি, না ডাকাতি করেছি। আমাদের নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এখনও তো আপনাদের সামনে আছি।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে মিশে থাকবো। ভালোবাসার সমাজ গড়বো। আমি হারি-জিতি আপনাদের সঙ্গেই থাকবো।