সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবেনা: সারজিস

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দলটির কার্যক্রম আবারও নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠন সারজিস আলম। 

তিনি বলেন, এই সংগঠন বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। আগামীর বাংলাদেশে এই খুনি ফ্যাসিস্ট দলকে যেখানেই দেখবে সেখানেই ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আওয়ামীলীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবিতে এনসিপি, বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের টিটু মিলনায়তনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, গত ১৭ বছরে উন্নয়নের ক্ষেত্রে বগুড়াকে বঞ্চিত করা হয়েছে। এখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল, সেটি বন্ধ করেছে। মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অত্যাধুনিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি বগুড়ার নাম শুনলেই চাকরি ও প্রমোশন আটকে দেওয়া হয়েছে। 

এসময় বগুড়ায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ স্থাপন এবং বগুড়া বিমানবন্দর চালুর দাবি জানান তিনি। 

এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক যুথি অরণ্য প্রীতির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সংগঠনটির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদীসহ জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা।

এদিকে এনসিপির পূর্ব ঘোষিত ওই বিক্ষোভ মিছিল কর্মসূচির পাল্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সারজিস আলমের বক্তব্য চলাকালে সেখানে উপস্থিত হলে বাক-বিতণ্ডা, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

এক পর্যায়ে এনসিপি কর্মীরা একজোট হয়ে তাদের প্রতিপক্ষ যুবকদের ধাওয়া দিয়ে বের করে দেয়। 

পরে সারজিসের বক্তব্য শেষে  শহরে একটি মিছিল শহরের প্রধান সড়কগুলো ঘুরে জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন মুক্তমঞ্চে এসে শেষ হয়। 

একাত্তর/এসি
ঐকমত্যের ভিত্তিতে সবাই মিলে প্রণয়ন করবে জুলাই সনদ। যেখানে থাকবে নতুন বাংলাদেশ পরিচালনার রূপরেখা।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসছে জুলাইয়ে নিবন্ধন পেতে যাচ্ছে অভ্যুত্থাণকারী শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি -এনসিপি। দলটির আহ্বায়ক বলছেন, ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে ২২ জুনের আগেই।
ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ায় শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির নেতারা শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে এক জন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ‘ধারাবাহিক বিমান হামলা’ চালাচ্ছে ইসরাইল।
সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত