যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নেয়ার পর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেছেন, চিকিৎসার পর বেগম খালেদা জিয়া অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি স্ট্যাবল (শক্ত) আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে সকালে ঢাকা পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি নিজ বাসভবনে ফেরেন।
বিএনপি নেত্রী সবাইকে শুভেচ্ছা, সালাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, খালেদা জিয়া অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে ফেরত এসেছেন। চিকিৎসার পর তিনি অনেকটুকু সুস্থ আছেন। মানসিকভাবেও তিনি স্ট্যাবল আছেন। তবে ১৪ ঘণ্টার জার্নি এবং রাস্তার কারণে তিনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরও মানসিকভাবে তার অবস্থা অত্যন্ত স্থিতিশীল।
খালেদা জিয়ার লন্ডনে আসা-যাওয়ার জন্য জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেয়ায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানি জাহিদ হোসেন বলেন, কাতার সরকার সম্পূর্ণ বিনা মূল্যে এটি দিয়েছে। এ সহায়তার মধ্য দিয়ে জিয়া পরিবারের সঙ্গে তাঁদের যে সম্পর্ক, তার প্রকাশ ঘটিয়েছেন।
ফিরোজার সামনে ভিড় না করার অনুরোধ
গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) এখন কিছুটা অসুস্থ। চিকিৎসকেরা তাঁকে কমপক্ষে আট ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই কেউ এখানে স্লোগান দেবেন না, ভিড় করবেন না। দয়া করে আপনারা সবাই এখন যাঁর যাঁর বাড়িতে ফিরে যান।’
বিএনপির মহাসচিব বলেন, দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি, যেন এখানে কোনো গন্ডগোল না হয়। পরে সময় হলে আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন।
উন্নত চিকিৎসার জন্য গেলো ৭ জানুয়ারি যুক্তরাজ্যে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফেরেন তিনি। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।