রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।
ওই নেতার নাম সাইফুল ইসলাম রাব্বি। তিনি সংগঠনটির মোহাম্মদপুর থানা শাখার আহবায়ক ছিলেন।
মঙ্গলবার (২০ মে) বিকেলে সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংগঠনের সদস্য (দপ্তর সেল) মারজিউর রহমান চৌধুরীর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিকস্খলনজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানা শাখার আহবায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সংগঠনের সব ধরণের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।’
এর আগে রোববার (১৮ মে) রংপুরে কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। একই সঙ্গে এই প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।