সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

ঈদে এনসিপির বিশেষ কর্মসূচি

আপডেট : ০৬ জুন ২০২৫, ০২:২৭ পিএম

ঈদুল আযহাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এছাড়াও চামড়ার সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার দাবি জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ও দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার লিখিত বক্তব্য পাঠ করে ঈদকেন্দ্রিক এসব কর্মসূচির কথা জানান।

আকরাম হোসেন জানান, প্রতিটি ওয়ার্ডের চারটি কর্মসূচি থাকবে। প্রতিনিধি দল থাকবে। আজ থেকে তিন দিন আমাদের কর্মসূচি চলবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনকে সহযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্ন করার সামগ্রী বিতরণ, সচেতনতা ইত্যাদি উত্তর ও দক্ষিণে হটলাইন চালু করছি। ওই হটলাইনে কেউ কল দিলে ৩০ মিনিটের মধ্যে তাৎক্ষণিক আমরা চলে যাবো।

এস এম শাহরিয়ার বলেন, চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে, যেটা ইতিবাচক। ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী সংরক্ষণের জায়গা রাখতে হবে। তাহলেই সিন্ডিকেট ভাঙা সম্ভব। ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য কার্যক্রম চালাতে হবে। ফাঁকা ঢাকায় ডিএমপিকে কার্যকারী নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে পুলিশকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

ঈদুল আযহা উপলক্ষে এনসিপি ঢাকা মহানগরের কর্মসূচি:

প্রতিটি ওয়ার্ডে ভলেন্টিয়ার থাকবে। হট লাইন নম্বর চালু, যার মাধ্যমে ৩০মিনিটের মধ্যে টিম পৌঁছে যাবে। নম্বর:

  • ঢাকা মহানগর উত্তর (01913-486163)
  • ঢাকা মহানগর দক্ষিণ (01918999801)

বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের টিমকে সহায়তা করা। ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক ক্যাম্পেইন।

দাবি সমূহ:

  • চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র করা। 
  • মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা।
  • ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার সব বর্জ্য অপসারণ করতে হবে এবং পর্যাপ্ত ব্লিচিং ও পরিষ্কারক দিয়ে নগরকে বাসযোগ্য করে তুলতে হবে।
  • ঈদে ফাঁকা রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং গরু ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীদের বাড়ির যাত্রা পথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন -মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক, দক্ষিণের সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের ও তাওহিদুল ইসলাম।

একাত্তর/আরএ
আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুর্নীতি যারা করবে, তাদের কোনো ছাড় নাই। সংস্কার ও বিচার ছাড়া...
অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে ৩ আগস্টের মাঝে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে সারাদেশের ছাত্র জনতাকে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।
নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। এই ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে ১৯ জন মারা যান।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত