আসছে জুলাইয়ে নিবন্ধন পেতে যাচ্ছে অভ্যুত্থাণকারী শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি -এনসিপি। দলটির আহ্বায়ক বলছেন, ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে ২২ জুনের আগেই। আর নেতারা বলছেন, প্রতীক হিসেবে প্রযুক্তি, প্রকৃতি অথবা গ্রামীণ ঐতিহ্যের কোন একটি বিষয়কে ভাবছেন তারা।
ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর মে মাসজুড়ে তৃণমূলে পথসভা, লিফলেট বিতরণ করেছে এনসিপির নেতারা। তারা ভাবছে, এতে সাধারণ মানুষের বেশ সাড়া পরেছে।
দল গঠনের অন্যতম আনুষ্ঠানিকতা নির্বাচন কমিশনের নিবন্ধন নেয়া। জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ পথে বেশ এগিয়ে গেছেন তারা।
কেমন হবে দলটির গঠনতন্ত্র, প্রতীকই বা কোনটি চুড়ান্ত করা হবে? এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, প্রতীক বাছাইয়ে প্রযুক্তি ও গ্রামীণ ঐতিহ্যকেই ভাবছেন তারা।
তিনি আরও বলেন, ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক নয়, গণতান্ত্রিক কাঠামোয় চলবে এনসিপি।
শুরু থেকেই তরুণদের দল হিসেবে, এনসিপির সমালোচনা করেন কেউ কেউ। এবার এ থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে দলটি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী জানিয়েছেন, অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী উপদেষ্টা পরিষদ থাকবে তাদের। আসন্ন জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি।