লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি হবে ঐতিহাসিক এবং এটি নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য সুবাতাস এনে দেবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
তার আশা, সরকার বাস্তবতা বিবেচনায় নির্বাচন অনুষ্ঠানের সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বুধবার (১১ জুন) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশ ও জাতীর জন্য বৈঠকটি হবে মঙ্গলজনক। বিএনপি যুক্তি দিয়ে বলেছে কেন ডিসেম্বরে নির্বাচন চায়। এনিয়ে আলাপ আলোচনা চলবে এবং আশা করি অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে।
ভারত থেকে বাংলাদেশে পুশইন প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, পায়ে পাড়া দিয়ে বিরোধ সৃষ্টি করতে চাইলে প্রতিবাদ এবং প্রতিরোধ করা হবে।