বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ প্রেস ব্রিফিং আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া এটি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে বলে মত জামায়াতে ইসলামীর।
শনিবার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ দাবি করা হয়।
অন্যান্য দলের মতো প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক হিসেবে দেখছে জামায়াত। তবে একইসাথে দাবি করা হয়, যৌথ সংবাদ সম্মেলন করে সরকার একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, একটি নির্দিষ্ট দলের সাথে আলাপ করে সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সমীচীন হতে পারে না।
একইসাথে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।