জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে কোনোভাবেই একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বেশ কিছু দল এনসিসি গঠনে একমত হলেও এই মুহূর্তে এনসিসির প্রয়োজন নেই বলে মতামত দিয়েছে বাকিদলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকের প্রথমার্ধ শেষ হলেও অমীমাংসিত এনসিসির বিষয়টি।
বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের তৃতীয় দিনের এজেন্ডা নির্ধারণ করা হয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন।
এরমধ্যে প্রথমার্ধেই শেষ হয়ে যায় শুধু এনসিসির বিষয়ে সিদ্ধান্তে আসতে। তবুও একমত হতে পারেনি দলগুলো।
বেশ কিছু দল এনসিসির পক্ষে মতামত দিয়েছে। তবে কাঠামো ও পদ্ধতি নিয়ে আলাদা পর্যবেক্ষণ আছে।
এনসিসির পক্ষে একমত হওয়া কয়েকটি দলের অভিযোগ, কিছু রাজনৈতিক দল নিজেদের দেয়া বক্তব্য পরিবর্তন করছে।
আগামীর সরকারকে বিপদে ফেলতেই এনসিসি গঠন করতে চায় এমন অভিযোগও তুলেছে কয়েকটি দল।
এদিকে, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর দেয়া বিবৃতিকে অনুচিত ও নজিরবিহীন বলে দাবি করে জামায়াত।