ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা দীর্ঘায়িত করা হলে তা রুখে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীতে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে দেশের বরেণ্য গবেষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরে ডা. জাহিদ বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় বাধাগ্রস্ত হলে বিএনপি আবারও মাঠে নামবে।
জনগণ যাদের দায়িত্ব দেবে আগামীর বাংলাদেশ তারাই বিনির্মাণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ গঠন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি ও বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন আলোচকরা।