গুম-খুনের সাথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দ্রুততম সময়ে গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফেরত না দিলে জনতার আদালতে সরকারের বিচার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
সোমবার, আন্তর্জাতিক গুম বিরোধী দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি মানবাধিকার সেলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এসব কথা জানান।
গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে, গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করে আসছে বিএনপি ও তাদের সমর্থক কয়েকটি সংগঠন।
এবারও জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এমন এক সভায় গুম হওয়া মানুষকে তাদের স্বজনের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানান বক্তারা।
প্রায় একই সময় প্রেসক্লাবের বাইরে বিএনপির প্রতিবাদ সমাবেশে নিজেদের নানা সংকটের কথা তুলে ধরেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা।
বিএনপি নেতাদের দাবি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত তাদের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। অথচ সরকার এখনো তাদের সন্ধান দিতে পারেনি।
বিএনপি মহাসচিব বলেন, গুমের শিকার এই পরিবারগুলোর অসহায়ত্বের দায় কে নেবে? অনেককে ৯ বছর, ১০ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, ইলিয়াস আলীর মেয়ে এখন বড় হয়েছে। এখনও সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে যে, কখন তার বাবা ফিরে আসবে। কিন্তু তার বাবা আর ফিরে আসে না। আজ বাচ্চাদের আহাজারিতে পুরো পরিবেশ কাঁদছে। আমরা নিজেরাও সহ্য করতে পারছি না।
মির্জা ফখরুল বলেন, এমন দেশ, এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমার সন্তানরা নিখোঁজ হয়ে যাবে, তাদের হদিস কেউ খুঁজে পাবে না এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে সরকার তার কোনো জবাব দেবে না।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে অবৈধভাবে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে।
গুম দিবসে একই স্থানে আলাদা সমাবেশ করে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন। সেখানেও অংশ নেন বিএনপি নেতারা। এ সময় বাংলাদেশে গুম-খুন সম্পর্কে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করেন বক্তারা।
একাত্তর/এআর