এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? নানা মুনির নানা মত, দল নিয়ে কেউ আশাবাদী তো কারো কাছে প্রশ্নবিদ্ধ টাইগারদের প্রস্তুতি।
কেউ যখন জোর গলায় আশার গল্প শোনাতে পারছে না তখন ডেল স্টেইন বলছেন বাংলাদেশ বিশ্বকাপও জিতে যেতে পারে।
অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেট বিশ্ব, দুনিয়াজুড়ে সমর্থকরাও প্রতীক্ষায়, উল্লাস হবে চার ছক্কায়, মরুর বুকে ক’দিন বাদেই বিশ্বকাপ।
ক্রিকেট খেলুড়ে প্রত্যেক দেশেই একটু একটু করে বাড়ছে উত্তাপ, কার হাতে উঠবে কাপ, কে হবে টি-টোয়েন্টির রাজা, পুরোনো কেউ, নাকি নতুন। মধ্যপ্রাচ্যে কে দখলে নেবে এ রাজ্য।
আরও পড়ুন: তিন কিলোমিটার খালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু
ক্রিকেটের মহাযুদ্ধে সামিল টাইগাররা, ফর্মটাও একেবারে মন্দ না, ঘরের মাঠে বাঘের গর্জনে কুপোকাত হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড।
আইসিসির টেবিলে হয়েছে উন্নতি, টাইগাররা এখন ছয়ে, তারপরও আফিফ, নাইম, সোহান, শামীমদের নিয়ে বাজি ধরার মানুষ খুব বেশি না।
তবে, একজনকে পাওয়া গেলো। যিনি মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাজিমাত করতে পারে, চ্যাম্পিয়ানও হয়ে যেতে পারে। মানুষটার নাম ডেইল স্টেইন, সাউথ আফ্রিকান স্পিড স্টার।
ডেল স্টেইনের কথা শুনে সমর্থকদের আশার পালে হাওয়া লাগতেই পারে, এক বুক আশা নিয়ে তিন অক্টোবর বিশ্বকাপে খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে টাইগাররা।
একাত্তর/টিএ