আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
বুধবার (১৩ অক্টোবর) রাতে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৩৫ রান তোলে দিল্লি। দিল্লির পক্ষে ৩৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করে আউট হন শিখর ধাওয়ান। আর ৩০ রানে অপরাজিত থাকেন শ্রেয়াশ আইয়ার। সাকিব অবশ্য চার ওভারে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি।
তবে কলকাতাও ব্যাট হাতে বিপাকে পড়ে। ভেঙ্কাটেশ আইয়ার আর শুভমান গিলের ওপেনিং জোটে ৯৬ রান আসে। কিন্তু মাত্র সাত রানের ব্যবধানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল কলকাতা। সাকিব দুই বলে শূন্য করে ফেরেন। শেষ পর্যন্ত রাহুল ত্রিপাঠির ছক্কায় ম্যাচটা জিতে নেয় তারা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
আগামী ১৫ অক্টোবর ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা।
একাত্তর/এসজে