সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

আয়ারল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৪:৪০ পিএম

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও হারলো লিটন-মুশফিকরা। দেশ থেকে টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেও দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেই বাজে অভিজ্ঞতা হলো টাইগারদের।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে নিজেদের শেষ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ক্রিকেট দল। ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বিশাল সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৫ রানেই তিন উইকেট হারায় টাইগাররা। সাজঘরে ফিরে যান মোহাম্মদ নাঈম (৩), লিটন দাস (১) ও মুশফিকুর রহিম (৪)। আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি আফিফ হোসেন (১৭)।

৫২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের ভরসা হয়ে ছিলেন সৌম্য সরকার। বাঁ-হাতি এই ব্যাটার খেলছিলেনও ভালোই। কিন্তু দলকে ৮২ রানে রেখে রান আউট হয়ে ফেরেন তিনিও। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৩০ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৭ রান। এরপর দ্রুত ফেরেন শামিম হোসেন (১)।

৯০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মেহেদী হাসানকে নিয়ে লড়াই চালিয়ে যান নুরুল হাসান সোহান। শেষ ৫ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮২ রান। এরপর মাত্র ২ উইকেট হাতে রেখে শেষ ১৮ বলে ৫৯ রানে লক্ষ্য তাড়া করার মতো কোনো সম্ভাবনা ছিল না বাংলাদেশের। আর হয়ওনি।

দশে নামা নাসুম আহমেদ কোনো রান না করেই বিদায় নেন। ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন তাসকিন এবং শেষ উইকেট হিসেবে বিদায় নেওয়া মোস্তাফিজ করেন ৭ রান।

আরও পড়ুন: দিল্লিকে হারিয়ে আইপিএলের ফাইনালে কলকাতা

প্রসঙ্গত, বিশ্বকাপ মিশনে নামতে আজকেই ওমানের বিমান ধরবে মাহমুদউল্লাহরা। ১৭ অক্টোবর বাছাই পর্বে টাইগারদের প্রথম অ্যাসাইনম্যান্ট স্কটল্যান্ড। ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে ২১ অক্টোবর।

মূল পর্বে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পর্ব থেকে আসা আর একটি দল। এ ম্যাচগুলো হবে শারজাহ ও দুবাইতে।


একাত্তর/আরএ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ড্র করলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন...
এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।  
গল টেস্টে মাথার ঘাম পায়ে ফেলেও সুবিধা করতে পারছে না বাংলাদেশের বোলাররা। তৃতীয় দিনে টাইগারদের প্রাপ্তি বলতে চার উইকেট, যেখানে শ্রীলঙ্কা বোর্ডে তুলে ফেলেছে ৩৬৮ রান। এরপরেও স্বস্তি ১২৭ রানে এগিয়ে...
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত