দুর্দান্ত শুরুর পর লিটনকে হারানোর ধাক্কা পুষিয়ে ওঠার আগেই সাজঘরে ফিরে গেল সাকিব আল হাসান। ইনিংসের সপ্তম ওভারে কারুনারান্তের চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। উইকেট হারাবার আগে দলীয় ৫৬ রানে ইংনিংসে দুটি বাউন্ডারিতে সাত বলে ১০ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন সাকিব। এর আগে, পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলে লিটন দাসকে হারায় বাংলাদেশ। উইকেট হারাবার আগে দুটি বাউন্ডারিতে ১৬ বলে ১৬ রানের সতর্ক ইনিংস খেলেন লিটন দাস। লিটন ও নাইমের সতর্ক ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয় ওভারে দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান। ৩১ বলে ৩৬ রান করা ওপেনার নাইমের সঙ্গে ৩ রানে ব্যাটিং করছেন মুশফিক।
এর আগে, জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। টস জয়ের পর শ্রীলংকা দলপতি দাসান সানাকা বলেন, ‘আইপিএল আসরের পর থেকে এখানের উইকেট ক্রমের ধীর গতির হয়ে পড়েছে।’
তিনি জানান, বাছাই পর্বে টানা তিন জয়ের পাশাপাশি অনুশীলন ম্যাচে দারুণ পারফর্ম করায় লঙ্কা দলের মধ্যে চমৎকার একটি উইনিং পরিবেশ বিরাজ করছে।
অন্যদিকে, টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা ব্যাটিংই করতে চাইতাম। দলকে বর্তমান পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করছি, উইকেট থেকে রান পাবো।’
দুই দলের জন্যই এই ম্যাচ জয়ের ছন্দ ধরে রাখার লড়াই। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ জয় পেয়েছে দুটি ম্যাচে। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় প্রবল সমালোচনার মুখে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় টাইগাররা। অন্যদিকে ‘এ’ গ্রুপে দাপটের সাথে তিনটি ম্যাচ জিতেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।
প্রসঙ্গত, অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।
একাত্তর/এসএ