দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়ে ব্যক্তিগত ৬২ রানে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ নাইম। ৫২ বলে ৬২ রানের ইনিংসে ৬ টি বাউন্ডারি হাকিয়েছিলেন তিনি। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে বড় শট খেলতে গিয়ে বোলার ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দেন নাইম। তার বিদায়ের পর ফিফটির দেখা পেয়েছেন ছন্দে দূরান্ত ছন্দে ফেরা মুশফিক। আফিফ হোসেনকে সাথে নিয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে মুশফিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫০ রান করেছে মুশফিক। দলীয় সংগ্রহ ১৮ ওভার এক বলে ১৫০ রান।
একাত্তর/এসএ