আবারও বোলিং নৈপুণ্য দেখালো পাকিস্তান। ইনিংসের ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানে আটকে দিলো প্রতিপক্ষ কিউইদের।
এর আগে সুপার টুয়েলেভে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় পাকিস্তান-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচটি আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়।
পাকিস্তানের বোলারদের তোপের মুখে খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ২৭ রান করে আসে ওপেনার ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাট থেকে। মিচেল ২০ বলে একটি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস খেলে ইমাদ ওয়াসিমের বলে বিদায় হন। তবে ২৪ বলে ২৭ রান করা কনওয়েকে আউট করেন রউফ।
অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে ২৫ রানের ধীরগতির ইনিংস খেলে রান আউট হন। এছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ২০ বলে ১৭ রান করে রউফের বলেই বোল্ড হন। দলের হয়ে আর কেউই নিজেদের ইনিংস বড় করতে না পারায় নিউজিল্যান্ডের স্কোর কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি।
এদিকে পেসার রউফ ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। শাহীন শাহ আফ্রিদি, ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ একটি করে উইকেট দখল করেন।
টি-টোয়েন্টিতে এর আগে দেখা হওয়া ২৪ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয় নিয়ে এগিয়ে পাকিস্তান। আর ১০টি জয় কিউইদের।
আরও পড়ুন: টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
তবে বিশ্বকাপের মতো বড়ো আসরে পাঁচ ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে তিনটি আর নিউজিল্যান্ড দুটি।
পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামস, টিম সিপার্ট, ডেরি মিচেল, জেমস নিশাম, মিচেল সেন্টনার, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।
একাত্তর/আরএইচ