সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

কিউইদের ১৩৪ রানে বেঁধে ফেললো পাকিস্তান

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০:৪০ পিএম

আবারও বোলিং নৈপুণ্য দেখালো পাকিস্তান। ইনিংসের ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানে আটকে দিলো প্রতিপক্ষ কিউইদের। 

এর আগে সুপার টুয়েলেভে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় পাকিস্তান-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচটি আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়। 

পাকিস্তানের বোলারদের তোপের মুখে খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ২৭ রান করে আসে ওপেনার ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাট থেকে। মিচেল ২০ বলে একটি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস খেলে ইমাদ ওয়াসিমের বলে বিদায় হন। তবে ২৪ বলে ২৭ রান করা কনওয়েকে আউট করেন রউফ। 

image


অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে ২৫ রানের ধীরগতির ইনিংস খেলে রান আউট হন। এছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ২০ বলে ১৭ রান করে রউফের বলেই বোল্ড হন। দলের হয়ে আর কেউই নিজেদের ইনিংস বড় করতে না পারায় নিউজিল্যান্ডের স্কোর কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি। 

এদিকে পেসার রউফ ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। শাহীন শাহ আফ্রিদি, ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ একটি করে উইকেট দখল করেন। 

টি-টোয়েন্টিতে এর আগে দেখা হওয়া ২৪ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয় নিয়ে এগিয়ে পাকিস্তান। আর ১০টি জয় কিউইদের। 

আরও পড়ুন: টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

image


তবে বিশ্বকাপের মতো বড়ো আসরে পাঁচ ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে তিনটি আর নিউজিল্যান্ড দুটি। 

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। 

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামস, টিম সিপার্ট, ডেরি মিচেল, জেমস নিশাম, মিচেল সেন্টনার, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট। 


একাত্তর/আরএইচ

ম্যাচ গড়পেটার অভিযোগ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চিটাগাং কিংসের ব্যাটিংয়ের মেজাজ দেখে অনেক হয়তো ধরেই নিয়েছিলেন বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন তারাই। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য এর উত্তেজনায়। ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তা প্রাণভরে উপভোগ...
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক ঘণ্টায়। শেষ হয়ে গেছে ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের টিকিটও।
আরব সাগরে সুনামির আঘাত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক শর্মা খেললেন ৫৪ বলে ১৩৫ রানের অবিশ্বাস্য ইনিংস। ইংলিশদের বিপক্ষে ভারত তুলে নিলো নিজের গড়া জয়।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই...
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় হতে আজুগড়া জামাত মোড় পর্যন্ত ওয়াপদা সংরক্ষণ বাঁধের ওপর নির্মিত ক্ষত-বিক্ষত আঞ্চলিক সড়কটি এখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের ‘গলার কাঁটা’...
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত