ডুবতে বসা স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় আবার প্রাণ ফিরেছে, আগের মতোই সামনে থেকে বার্সা তরীর হাল ধরেছেন কাপ্তান লিওনেল মেসি।
লা লিগার ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রোনাল্ড ক্যোম্যনের ছেলেরা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পিএসজির কাছে তুলোধুনো হওয়া বার্সা প্রতিপক্ষের মাঠে লা লিগায় এনিয়ে টানা অষ্টম জয় পেলো।
গেলো মৌসুমে ওসাসুনার মাঠে ড্র করার পর ঘরের মাঠে হেরেছিলো বার্সেলোনা। এবার জিতলো দুই ম্যাচেই। প্রথম দেখায় ঘরের মাঠে জিতেছিলো ৪-০ গোলে।
শনিবারের ম্যাচে ৩০তম মিনিটে মেসির দুর্দান্ত ক্রসে আসে সুযোগ। অধিনায়কের কাছ থেকে বল পেয়ে দারুন শটে জাল খুঁজে নেন আলবা।
৮৩ মিনিটে মেসির মেসির পাস থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ইলাইশ মারিবা। ঝাঁপিয়ে বল ছুঁয়েছিলেন গোলরক্ষক, কিন্তু জালে যাওয়া ঠেকাতে পারেননি তিনি। বার্সার হয়ে মারিবার এটাই প্রথম গোল।
২৬ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে।