ক্রিকেটের কিংবদন্তী ভারতের শচীন টেন্ডুলকার করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) এক টুইট বার্তায় নিজেই এখবর জানান তিনি। বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন বলে জানান শচীন।
টুইটে তিনি আরও লেখেন, 'কোভিডকে দূরে সরিয়ে রাখার জন্য বারবার পরীক্ষা করিয়েছি, সব ধরণের সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলেছি। যাই হোক, আজ মৃদু কিছু উপসর্গের পর আমার পরীক্ষার ফল পজিতিভ এসেছে।'
তবে স্ত্রী-সন্তানসহ ঘরের অন্য সদস্যরা এখনো নিরাপদ আছে জানিয়ে টেন্ডুলকার বলেন, 'ঘরের অন্য সবার টেস্টে নেগেটিভ এসেছে'।