দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে কাজে লাগাতে পারলোনা বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ১০ ওভরে টপ ওর্ডারদের হারানো বাংলাদেশের আর মাজা তুলে দাঁড়ানো হয়নি। নিয়মিত প্যাভিলিয়নের আসা-যাওয়ার মধ্যে ফুরিয়ে যায় ২০ ওভার। আর তখন স্কোর বোর্ডে রান গিয়ে দাঁড়ায় মাত্র ১১৫। আর এ রান তুলতেই খরচ হয়ে যায় ৯টি ইউকেট।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন মুশফিকুর রহীম। তিনি ছাড়া শুধু মাহমুদুল্লাহ ২০ রানের গণ্ডি পেরিয়েছেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন আজমাতুল্লাহ ওমারজাই।
প্রথম ম্যাচে শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন লিটন কুমার দাস। কিন্তু আজকের ম্যাচে ব্যর্থ হলেন তিনি। পাওয়ার প্লে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে সক্ষম হয়েছে সফরকারী আফগানিস্তান।
তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়েছেন ১০ বলে চার রান করে। ফর্মে থাকা লিটন দাস ছক্কা হাঁকালেও ১০ বলে ১৩ রান করেই সাজঘরে ফিরেছেন। এরপর নবম ওভারে ১৯ বলে ১৩ রান করে আউট হন নাইম শেখ। সাকিব আল হাসান সাজঘরে ফেরার পর মুশফিক ও মাহমুদুল্লাহ কিছুক্ষণ লড়াই করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। হাল ধরতে পারেননি আফিফ আর মাহেদি হাসানও।
আরও পড়ুন: ওয়ার্নকে অচেতন দেখতে পান তিন বন্ধু, তারপর…
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১১৫/৯ (মুনিম ৪, নাঈম ১৩, লিটন ১৩, সাকিব ৯, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ২১, আফিফ ৭, মেহেদি ০. নাসুম , শরিফুল ০, মুস্তাফিজ; ফারুকি ৪-০-১৮-৩, নবি ৪-০-১৪-১, ওমরজাই ৪-০-২২-৩, রশিদ ৪-০-৩০-১, আশরাফ ২-০-১০-০, জানাত ২-০-১৭-০)।
একাত্তর/এসি