নিজেদের মাঠে না জিতেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রেখেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে স্পোর্টিং সিপির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পেপ গার্দিওলার শিষ্যরা কোন গোল করতে পারেনি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়ে ফিরতি লেগ।
বুধবার রাতে ম্যাচটিতে গোল না হলেও লিসবনে প্রথম লেগে ৫-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে বড় ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি।
খেলার শুরু থেকেই দারুণ সব আক্রমণে শানাতে থাকে রাহিম স্টার্লিংরা। কিন্তু কাজের কাজ হচ্ছিলো না। একের পর এক চেষ্টা ডি বক্সে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো।
অবশ্য এ ম্যাচে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন গার্দিওলা। তিনি ডি ব্রুইন, রদ্রিদের বেঞ্চে বসিয়ে রাখেন। অভিষেক ঘটান তিন কিশোর ইগান রিলে, জেমস ম্যাকআটি ও লুক এমবেতের।
৩৮ মিনিটের মাথায় ফিল ফোডেনের পাসে বো পেয়ে রাহিম স্টার্লিংয়ের নেয়া বাঁ পায়ের শট প্রতিহত করেন লিসবনের স্প্যানিশ গোলরক্ষক আন্তোনিও আদান।
বিরতির পরপরই বল জালে পাঠিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। ৪৭ মিনিটে তিনি লক্ষ্যভেদ করলেও অফসাইড পজিশনে থাকায় ভিএআরের সাহায্যে রেফারি গোল বাতিল করেন।
৭৩ মিনিটের মাথায় ম্যানসিটির নিয়মিত গোলরক্ষক এডেরসনের বদলি হিসেবে মাঠে নামেন স্কট কারসন। তিনি পাউলিনহোর বাঁ পায়ের শট প্রতিহত করে সিটির জাল অক্ষত রাখেন।
ইপিএলে প্রতাপ দেখাতে থাকা ম্যানসিটি বাকি সময়ে গোল আদায়ে ব্যর্থ হলে তাদের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়। তবে প্রথম লেগে পাঁচ গোল থাকায় পরবর্তী পর্বে চলে যায় ম্যানসিটি।
একাত্তর/এআর