দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। শুক্রবার (১৮ মার্চ)সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলাটি শুরু হবে।
বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে। তার মধ্যে ৪টি জয় আর ১৭টি হার। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৯ ওয়ানডে খেলে সবকটিতেই হার। তবে সবশেষ ২০১৯ বিশ্বকাপে ওভালে জয়ের সুখস্মৃতিটা বাংলাদেশরই। সেটি তামিম-সাকিবদের জন্য ভালো টনিক হিসেবে কাজও করতে পারে। তবে তামিমের মতে এখানে পরিস্থিতিটা ভিন্ন, বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন বছর, এছাড়া সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো কন্ডিশন, যেটি প্রোটিয়াদের পক্ষে।
বাংলাদেশ একাদশ:
তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। পেসে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে শরিফুল ইসলাম। স্পিনে মেহেদি হাসান মিরাজের সাকিব আল হাসান। হাত ঘোরাতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা আফিফ হোসেনও।
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
একাত্তর/এসএ