করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর হাসপাতালে ভর্তি হয়েছেন ভারেতর ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার। স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন লিটিল মাস্টার।
শুক্রবার এক টুইট বার্তায় হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন,আশা করছি কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবো।
গত শনিবার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন টেন্ডুলকার। ভারতের রায়পুরে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে ফিরে মৃদু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। পরে গত কয়েকদিন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
শুধু টেন্ডুলকারই নন, সাবেকদের ওই টুর্নামেন্টে খেলা ভারতীয় সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠানও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।