সম্প্রতি যে কোনো সময়ের চেয়ে ফর্ম তুঙ্গে পাক ব্যাটারদের। বাবর আযম, রেওয়ান, শফিকদের ব্যাট থেকে রান আসছিল হেসেখেলে। আর এমন সময়ই কিনা পাকিস্তানকে মাত্র ৩৫১ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া।
এমন ঘটনায় নড়েচড়ে বসেছিলেন ক্রিকেট বোদ্ধারা। তারা বলছিলেন, একদিন হাতে থাকা স্বত্ত্বেও এত কম রান করে ইনিংস ঘোষণা করা ঠিক হয়নি অজিদের। তার মধ্যে দারুন ফর্মে পাক ব্যাটাররা। আবার কেউ কেউ বলছেন, এমন ব্যাটিং স্বর্গে অস্ট্রেলিয়ার এমন ইনিংস ঘোষণা দুঃসাহস। কিন্তু অস্ট্রেলিয়া যে চোখ রাঙিয়ে একটি ইনিংস পার করতে যাচ্ছে, এ ধারণা কেউ করতেই পারেননি।
অস্ট্রেলিয়ার এই চ্যালেঞ্জে দিন শেষে হেরে গেছে পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯১ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৬৮ রান।
এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ২২৭ রান করার পর ইনিংস ঘোষণা করে দেয়। এতে করে পাকিস্তানের সামনে ৩৫১ রানের লক্ষ্য দাঁড় হয়।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষদিন ২৩৫ রান করেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে অস্ট্রেলিয়া পায় বড়ো ব্যবধানের জয়। সঙ্গে সিরিজ জিতে নেয় ১-০ ব্যবধানে।
ম্যাচটিতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭০ রান করেছেন ইমাম উল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন বাবর আজম। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি অজি তোপেরে মুখে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন স্পিনার নাথান লায়ন। তিনি ৮৩ রানে তুলে নিয়েছেন পাঁচটি ইউকেট। এছাড়া প্যাট কমিন্স নিয়েছেন তিনটি ইউকেট।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল নিহত
সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবারও তিন ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হয় দুই দল।
১৯৯৮ সালের সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপরের দুটি ম্যাচ ড্র হয়।
অন্যদিকে ২০২২ সালে তাদের সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হয়। ফলে ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ফের জয় পেলো অস্ট্রেলিয়া।
একাত্তর/এসি