সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

চোখ রাঙিয়ে লাহোর জয় অস্ট্রেলিয়ার

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৭:২৩ পিএম

সম্প্রতি যে কোনো সময়ের চেয়ে ফর্ম তুঙ্গে পাক ব্যাটারদের। বাবর আযম, রেওয়ান, শফিকদের ব্যাট থেকে রান আসছিল হেসেখেলে। আর এমন সময়ই কিনা পাকিস্তানকে মাত্র ৩৫১ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া।

এমন ঘটনায় নড়েচড়ে বসেছিলেন ক্রিকেট বোদ্ধারা। তারা বলছিলেন, একদিন হাতে থাকা স্বত্ত্বেও এত কম রান করে ইনিংস ঘোষণা করা ঠিক হয়নি অজিদের। তার মধ্যে দারুন ফর্মে পাক ব্যাটাররা। আবার কেউ কেউ বলছেন, এমন ব্যাটিং স্বর্গে অস্ট্রেলিয়ার এমন ইনিংস ঘোষণা দুঃসাহস। কিন্তু অস্ট্রেলিয়া যে চোখ রাঙিয়ে একটি ইনিংস পার করতে যাচ্ছে, এ ধারণা কেউ করতেই পারেননি।

অস্ট্রেলিয়ার এই চ্যালেঞ্জে দিন শেষে হেরে গেছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯১ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৬৮ রান।

এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ২২৭ রান করার পর ইনিংস ঘোষণা করে দেয়। এতে করে পাকিস্তানের সামনে ৩৫১ রানের লক্ষ্য দাঁড় হয়। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষদিন ২৩৫ রান করেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে অস্ট্রেলিয়া পায় বড়ো ব্যবধানের জয়। সঙ্গে সিরিজ জিতে নেয় ১-০ ব্যবধানে। 

ম্যাচটিতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭০ রান করেছেন ইমাম উল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন বাবর আজম। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি অজি তোপেরে মুখে। 

দ্বিতীয়  ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে ‍দুর্দান্ত ছিলেন স্পিনার নাথান লায়ন। তিনি ৮৩ রানে তুলে নিয়েছেন পাঁচটি ইউকেট। এছাড়া প্যাট কমিন্স নিয়েছেন তিনটি ইউকেট।   

image


আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল নিহত

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবারও তিন ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হয় দুই দল। 

১৯৯৮ সালের সিরিজের  প্রথম ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপরের দুটি ম্যাচ ড্র হয়। 

অন্যদিকে ২০২২ সালে তাদের সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হয়।  ফলে ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ফের জয় পেলো অস্ট্রেলিয়া। 


একাত্তর/এসি

টানা দুই ম্যাচ হেরে যখন সিরিজ হাতছাড়া হওয়ার দশা, সেখানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর পাকিস্তান যেভাবে ঘুরে দাঁড়ালো, তা আহত বাঘের আক্রমণ মনে হতে পারে। দুইশ’র বেশি রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট ও ২৪ বল...
ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো সফরকারী পাকিস্তান। রোববার (১৬ মার্চ) সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান।...
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। অস্ট্রেলিয়া একাদশে দুই পরিবর্তন এলেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছেন রোহিত শর্মারা।   
চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত