ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হাতে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব আরো দুই সপ্তাহ থাকছে। এরপরই জানা যাবে তাঁর ভবিষ্যৎ।
সৌরভ, জয় শাহ ও জয়েশ জর্জের বোর্ডের দায়িত্বে থাকা নিয়ে যে শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে গেছে।
ফলে আপাতত আরও দুই সপ্তাহ বোর্ডের দায়িত্ব সামলাবেন সৌরভরাই। শুনানির পর নির্ধারণ হবে তাঁদের ভাগ্য।
বৃহস্পতিবার বিচারপতি নাগেশওয়ারা রাও এবং বিচারপতি বিনীত সরনের বেঞ্চে বোর্ডের এই মামলার শুনানি হবার কথা থাকলেও, আবারো পিছিয়ে দেয়া হয়।
নিয়ম অনুযায়ী টানা ছয় বছর বোর্ডের কোনও দায়িত্ব সামলানোর পর তিন বছরের জন্য বিশ্রামে যাওয়া বাধ্যতামূলক।
২০২০ সালের মাঝামাঝি সময় সৌরভদের ৬ বছর দায়িত্ব সামলানোর সময় শেষ হয়। করোনা অতিমারির কারণে সেই সময় তাঁদের বিশ্রামে পাঠানো সম্ভব হয়নি।
সৌরভরাও সুপ্রিম কোর্টের কাছে তাঁদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।
২০১৪ সালে পশ্চিমবঙ্গ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন সৌরভ। পরবর্তী সময় বিসিসিআইয়ের ভাপতি হন তিনি। নিয়ম অনুযায়ী ২০২০ সালে তাঁর মেয়াদ শেষ হলেও এখনও তাঁর পরিবর্তে কাউকে আনা সম্ভব হয়নি।
ভেতরের খবর বলছে, সৌরভের নেতৃত্বে ভারতীয় বোর্ড বেশ ভালোভাবেই চলছে। বিশেষ করে মহামারীর সময়ে সৌরভদের বোর্ড পরিচালনা প্রশংসিত হয়েছে। তাই একটি পক্ষে চাইছেন, সৌরভদের অধীনেই চলুক ভারতের ক্রিকেট।