শনিবার রাতে লিগ ওয়ানে বড়ো জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। পার্ক দ্য প্রিন্সেস মন্টপিলিয়ারের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে এই ফরাসি জায়েন্ট। এদিন স্বমহিমায় উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গোল করেছেন এমবাপ্পেও। তবে এদিন মেসির পায়ে কোনো গোল হয়নি।
এদিন ম্যাচের ২৩ মিনিটেই এমবাপ্পের পেলান্টি মিস কিছুটা হতাশা তৈরি করলেও ৩৯ মিনিটে মন্টপিলিয়ারের আত্মঘাতী গোলেই এগিয়ে নেইমাররা।
খেলার ৪৩ মিনিটে স্পট কিকে গোল করেন নেইমার। বিরতির পর ৫১ মিনিটে তিনি হেডে বল জালে জড়িয়ে দিয়ে লিগে তৃতীয় গোলের দেখা পান নেইমার। তখন স্কোরলাইন দাঁড়ায় ৩-০। সাত মিনিট পর বাঁ পায়ের শটে মন্টপিলিয়ারে হয়ে ব্যবধান কমান তিউনিসিয়ার স্ট্রাইকার ওহাবি খাজরি।
এমবাপ্পে গোল করেন ম্যাচের ৬৯ মিনিটে, পিএসজি এগিয়ে যায় ৪-১ এ। ৮৮তম মিনিটে গোল করেন পিএসজির নতুন তারিকা রেনেটো সানচেজ। আর ম্যাচের যোগ করা সময়ে আরো একটি গোল পরিশোধ করে সফরকারী দল। ফলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ রয়েছে পিএসজি।
একাত্তর/এসি