ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মোনাকোর বিপক্ষে কোনো রকমে সমতা ফিরিয়ে মাঠ ছেড়েছে তারকায় ভরা পিএসজি। এর ফলে মৌসুমে প্রথম জয়হীন থেকে লিগ ম্যাচ শেষ করলো ক্রিস্টোফার গালতিয়েরের দল।
ম্যাচের ২০ মিনিট গোল হজম করে পিছিয়ে পড়ে পিএসজি। গোল করেন ভোল্যান্ড। পরে ৭০ মিনিটের মাথায় ওই গোল শোধ করেন নেইমার। পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা।
প্রথম পেনাল্টি কিলিয়ান এমবাপ্পের নেওয়ার কথা থাকলেও তা নেন নেইমার। কারণ হয়তো ফ্রান্সম্যান এমবাপ্পে পেনাল্টির মতোই এক সহজ সুযোগ থেকে গোল করার সুযোগ মিস করা।
আরও পড়ুন: আমরা কাউকে ভয় পাইনা: পাপন
ম্যাচে লিওনেল মেসি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো এক শট নেন। ক্রস বারে লেগে ওই বল ফিরে এমবাপ্পের পায়ে আসে। একেবারে ফাঁকা জালে বল পাঠাতে পারেননি এমবাপ্পে। তিনিও মেরে বসেন ক্রসবারে। একের পর এক আক্রমণ করেও জয়হীন থেকে যার খেসারত দিতে হয়েছে পিএসজির।
একাত্তর/এসি