সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথমবারের মতো আয়োজক অস্ট্রেলিয়া

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৭:১২ পিএম

প্রথমবারের টি-টোয়েন্টি ২০২২ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। ২০২০ সালে এ বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের কারণে আসরটি পিছিয়ে তা এ বছর বসছে অস্ট্রেলিয়ায়। রোববার (১৬ অক্টোবর) শ্রীলংকা-নামিবিয়ার মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। 

এদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্বের সিদ্বান্ত অনুসারে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনার কারণে ২০২০ সালের আসরটি না হওয়ায় আইসিসি সিদ্বান্ত নেয় এক বছর পর অর্থাৎ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া।

যদিও গেল বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয়নি। করোনার প্রকোপে ভারত থেকে সরিয়ে তা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে আসরটির আয়োজক ছিলো ভারতই। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের অফিসিয়াল ওয়েব সাইটে জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪২টি ম্যাচ হবে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে। বাকি তিনটি ম্যাচের মধ্যে দু’টি সেমিফাইনাল ও ফাইনাল রয়েছে।

image


প্রথম রাউন্ডের মোট ১২টি ম্যাচ হবে। এরপর ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। সুপার টুয়েলভে থাকছে ৩০টি ম্যাচ। ৯ ও ১০ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। সেমিফাইনাল হবে অ্যাডিলেড ওভাল ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ১৩ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

সুপার টুয়েলভে খেলা দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারত। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, নামিবিয়া ও স্কটল্যান্ডকে এবার প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে।

সাথে  বাছাই পর্ব থেকে সেরা দুই দল করে মোট চারটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। তারা হলো- আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

অস্ট্রেলিয়ায় মোট সাতটি ভেন্যুতে মাঠে নামবে দলগুলো। এগুলো হলো, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, ব্রিজবেনের গাব্বা, জিলংয়ের কারদিনিয়া পার্ক, হোবার্টের বেলেরিভ ওভাল ও পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের  বিশ্বকাপের আসর। 

আইসিসি বলছে, চ্যাম্পিয়ন দল দল পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়নের চেয়ে অর্ধেক, অর্থাৎ ৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।


একাত্তর/আরবিএস  

নারী বিশ্বকাপের টিকেট পেতে থাইল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ম্যাচটি জিতলেও হৃদয় ভাঙলো তাদের। আর রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশ নারী...
নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল।
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
১৬ বছরের খরা আর কাটানো হলো না ব্রাজিলের। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের নাচিয়ে ছাড়লো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাটিতে ব্রাজিলকে হারালো ৪-১ গোলে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত