২০২২ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন ফরাসি ফুটবলার ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। প্রায় দুই যুগ পর এ পুরষ্কার জিতলেন ফ্রান্সের কোনো ফুটবলার। এরআগে ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
প্যারিসে সোমবার রাতে জমকালো এক অনুষ্ঠানে বেনজেমার হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার 'ব্যালন ডি’অর ২০২২'। কিংবদন্তি জিদানের হাত থেকেই এ পুরষ্কার গ্রহণ করেন বেনজেমা।
সাধারণত একজন খেলোয়াড়ের পুরো বছরের পারফরম্যান্স বিবেচনা করে এ পুরষ্কার দেয়া হয়। কিন্তু গত মার্চে এ নিয়মের কিছুটা পরিবর্তন হয়েছে। চলতি বছর থেকে ইউরোপিয়ান ফুটবলের পুরো একটি মৌসুমের বিবেচনায় এ পুরষ্কার দেয়া হচ্ছে।
করিম বেনজেমা গত মৌসুমে লস ব্লাঙ্কোসদের (রিয়েল মাদ্রিদ) জার্সিতে দুর্দান্ত খেলেছেন। লা লিগা ও ইউরোপ সেরার শিরোপা জয়ে ৪৬ ম্যাচে তার গোল সংখ্যা ৪৪।
২০২১-২২ মৌসুমে রিয়ালের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল তার। ১৫ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালে তার হ্যাটট্রিকেই পিএসজি ও চেলসিকে পরাজিত করে মাদ্রিদ। এছাড়া ক্লাবের স্প্যানিশ সুপার কাপ জয়ের ক্ষেত্রেও তিনি অপ্রতিরোধ্য।
আরও পড়ুন: ইউক্রেনে নতুন আতঙ্কের নাম 'কামাকাজি' ড্রোন
এদিকে মেয়েদের ফুটবলের সেরা হিসেবে বার্সার অ্যালেক্সিয়া পুতেল্লাস ব্যালন ডি'অর জিতেছেন। টানা দু'বার এই সম্মান জয়ের কীর্তি গড়লেন তিনি। অন্যদিকে সেরা গোলরক্ষক হয়েছেন রিয়ালের থিবো কর্তোয়া। আর মৌসুমের সেরা স্ট্রাইকার হিসেবে জার্ড মুলার পুরস্কার জিতেছেন রবার্ট লেভানডভস্কি।
চলতি বছর ব্যালন ডি'অরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানে। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হয়েছে তার দল। ৫১ ম্যাচে করেন ২৩ গোল করেন মানে।
একাত্তর/আরবিএস