সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

ব্যালন ডি'অর জিতলেন বেনজেমা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০১:১০ পিএম

২০২২ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন ফরাসি ফুটবলার ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। প্রায় দুই যুগ পর এ পুরষ্কার জিতলেন ফ্রান্সের কোনো ফুটবলার। এরআগে ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

প্যারিসে সোমবার রাতে জমকালো এক অনুষ্ঠানে বেনজেমার হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার 'ব্যালন ডি’অর ২০২২'। কিংবদন্তি জিদানের হাত থেকেই এ পুরষ্কার গ্রহণ করেন বেনজেমা। 

সাধারণত একজন খেলোয়াড়ের পুরো বছরের পারফরম্যান্স বিবেচনা করে এ পুরষ্কার দেয়া হয়। কিন্তু গত মার্চে এ নিয়মের কিছুটা পরিবর্তন হয়েছে। চলতি বছর থেকে ইউরোপিয়ান ফুটবলের পুরো একটি মৌসুমের বিবেচনায় এ পুরষ্কার দেয়া হচ্ছে। 

করিম বেনজেমা গত মৌসুমে লস ব্লাঙ্কোসদের (রিয়েল মাদ্রিদ) জার্সিতে দুর্দান্ত খেলেছেন। লা লিগা ও ইউরোপ সেরার শিরোপা জয়ে ৪৬ ম্যাচে তার গোল সংখ্যা ৪৪। 

image

২০২১-২২ মৌসুমে রিয়ালের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল তার। ১৫ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালে তার হ্যাটট্রিকেই পিএসজি ও চেলসিকে পরাজিত করে মাদ্রিদ। এছাড়া ক্লাবের স্প্যানিশ সুপার কাপ জয়ের ক্ষেত্রেও তিনি অপ্রতিরোধ্য। 

আরও পড়ুন: ইউক্রেনে নতুন আতঙ্কের নাম 'কামাকাজি' ড্রোন

এদিকে মেয়েদের ফুটবলের সেরা হিসেবে বার্সার অ্যালেক্সিয়া পুতেল্লাস ব্যালন ডি'অর জিতেছেন। টানা দু'বার এই সম্মান জয়ের কীর্তি গড়লেন তিনি। অন্যদিকে সেরা গোলরক্ষক হয়েছেন রিয়ালের থিবো কর্তোয়া। আর মৌসুমের সেরা স্ট্রাইকার হিসেবে জার্ড মুলার পুরস্কার জিতেছেন রবার্ট লেভানডভস্কি। 

চলতি বছর ব্যালন ডি'অরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানে। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হয়েছে তার দল। ৫১ ম্যাচে করেন ২৩ গোল করেন মানে।


একাত্তর/আরবিএস 

কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।
প্যারিস অলিম্পিকে পুরুষ ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে শুক্রবার ফ্রান্সের মোকাবেলায় নামবে আর্জেন্টিনা।
ফ্রান্সের সামনে সুযোগ ছিলো শীর্ষে যাবার। কিন্তু শেষ সময়ে ফেন্সিংয়ে স্বাগতিক দলের ইয়ানিক বোরেলকে ১৫-৯ ব্যবধানে হারিয়ে গোল্ড জেতেন জাপানের কানো।
১০০ বছর পর প্যারিসে ফিরলো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো উদ্বোধন হয় ২০২৪ অলিম্পিকের।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত