আল-নাসরের ইতিহাসে তো বটেই, সৌদি লিগের ইতিহাসে এই প্রথম ফুটবলের এতো বড় তারকা প্রবেশ করলো। এমন ফুটবলারের আগমনে কোনো কমতি রাখেনি সৌদি আরবের ক্লাব আল-নাসরে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রিয়াদের মরসুল পার্কে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে বরণ করে তার নতুন ক্লাব। আতশবাজি ও ফ্লাডলাইটের আলোর খেলার মধ্যদিয়ে আল-নাসরের হলুদ এবং নীল জার্সি পরে মাঠে প্রবেশ করে পাঁচ বারের বেলন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো।
এসময় ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি যেন রোনালদো নামের চিৎকারে ফেটে পরে। পর্তুগিজ মহাতারকাকে নিজেদের প্রিয় জার্সিতে দেখে খুশিতে আত্মহারা হয়ে যান সৌদির ভক্তরা। তারা তাল মিলিয়ে ‘রোনালদো, রোনালদো’ ধ্বনি তুলে বরণ করে নিয়েছে এই জীবন্ত কিংবদন্তীকে।
এরপর তার বান্ধবি জর্জিনা রদ্রিগেজ, ঐতিহ্যবাহী কালো আবায়া (যা বেশিরভাগ সৌদি নারীদের পড়া পোশাক) পড়ে সন্তানদের নিয়ে মাঠে প্রবেশ করেন।
এর আগে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ইউরোপে আমার অভিযান শেষ, সেখানে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি আমি। ইউরোপের সব রেকর্ড ভেঙেছি, এখন আমি এখানে কয়েকটি রেকর্ড ভাঙতে চাই।
অনুষ্ঠানের পরে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে আল-নাসরে ক্লাব এবং এর সমর্থকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান পর্তুগিজ তারকা।
তিনি বলেন, অসাধারণ অভ্যর্থনা, এখন কাজ শুরু করা যাক।
এদিকে রোনালদোর আগমনকে, সৌদি লিগের নতুন সূচনা বলেই মনে করছেন রোনালদোর নতুন কোচসহ ফুটবল বিশ্লেষকরা।
আল-নাসরের কোচ রুডি গার্সিয়া বলেছেন, রোনালদোকে নিয়ে আসা সৌদি আরব লিগের জন্য একটি বিশাল পদক্ষেপ। তিনি আরও বলেন, তিনি যেমনটি বলেছিলেন, আমরা এখানে জিততে এসেছি, অন্য কিছু নয়। আমি চাই সে আল-নাসরের সাথে খেলা উপভোগ করুক এবং আল নাসরের সাথে সম্ভাব্য সবকিছু জয় করুক।
এছাড়াও ফুটবল বিশ্লেষক ওথমান আল তোয়াইজরি বলেছেন, রোনালদোর চুক্তি সৌদি লীগকে আরও বেশি সাফল্য পেতে অনুপ্রাণিত করবে।
একাত্তর/আরআই/এসি