সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

চট্টগ্রামের রান খরায় সিলেটের সহজ জয়

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:০২ পিএম

বিপিএল মানেই যেন রান খরা! আর এর মধ্যে খেলা যদি হয় মিরপুরে, সে তো যেন রানের চাকায় জং ধরা। নবম আসরের প্রথম ম্যাচেও একই অবস্থা।

শুরুতে ব্যাট করতে নেমে সিলেটকে মাত্র ৯০ রানের টার্গেট দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাও পূর্ণ ২০ ওভার খেলে। তবে জবাব দিতে ভুল করেনি সিলেট। ফলে উইকেটে সহজ জয়ে আসর শুরু হলে সিলেট স্ট্রাইকার্সের।

শুক্রবার (৬ জানুয়ারি) আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংয়ে নেমে ধীরগতিতে খেলা শুরু করে চট্টগ্রাম। দলীয় ১১ রানের মাথায় রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার মেহেদী মারুফ (১১)।

এরপর আল-আমিন (১৮) এবং আফিফ (২৫) ছাড়া দুই সংখ্যার রান আর কেউই করতে পারেননি। নিয়ম করে একের পর এক ব্যাটাররা খেলতে এসেছেন, আর সাজঘরে ফিরেছেন।

সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা সর্বোচ্চ চার উইকেট নিয়েছে। মোহাম্মদ আমির নিয়েছেন দু’টি, অধিনায়ক মাশরাফি এবং কোলিন অ্যাকারম্যান একটি করে উইকেট পেয়েছেন।

২০ ওভারে মাত্র ৮৯/৯ রানে নিজেদের ইনিংস শেষ করে চট্টগ্রাম।

ছোট রানের লক্ষে ব্যাট করতে নেমেই দলীয় ১২ রানে অ্যাকারম্যানকে ফেরান মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর অবশ্য আর কোন ভুল করেনি সিলেট। জাকির হাসানকে নিয়ে ওপেনার নাজমুল হাসান শান্ত ৬৩ রানের পার্টনারশিপ গড়লে জয়ের পথ সহজ হয়ে যায় সিলেটের।

২৭ রান করে জাকের ফিরলেও, ৪১ বলে ৪৩ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন শান্ত।

আরও পড়ুন: বিপিএল ম্যাচ বিনামূল্যে সরাসরি দেখা যাবে দারাজ অ্যাপে

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে, মালিন্দা পুষ্পকুমার ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য এটুকু যথেষ্ট ছিলোনা, ফলে ৮ উইকেট এবং ৪৫ বল হাতে রেখে জয়ের দেখা পায় মাশরাফিরা।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ৮৯/৯ (২০)

সিলেট স্ট্রাইকার্স- ৯০/২ (১২.৩)

ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: রেজাউর রহমান রাজা (৪/১৪)।


একাত্তর/আরএ

চিটাগাং কিংসের ব্যাটিংয়ের মেজাজ দেখে অনেক হয়তো ধরেই নিয়েছিলেন বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন তারাই। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য এর উত্তেজনায়। ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তা প্রাণভরে উপভোগ...
ভেবেছিলেন আসবেন, দেখবেন আর জয় করবেন। সাকিব খান তার ঢাকা ক্যাপিটালসের যে দলটা গড়েছিলেন সেখানে তারকাও ছিল বেশ কজন। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই বিপিএল শেষ করেছে ক্যাপিটাল সিটির দলটা।
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিলো চট্টগ্রাম কিংস। সোমবার আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম ৩০ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে।
জাকির হাসানের ব্যাটিং নৈপুণ্যে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে রোববার সিলেট ৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। প্রথম তিন...
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত