প্রথমবারের মতো এবার কাতার বিশ্বকাপে সেমি-অটোমেটেড অফ-সাইড প্রযুক্তি (এসএওটি) ব্যবহার করা হয়েছিলো। ফলে মাত্র কয়েক সেকেন্ডে রেফারি তাদের সিদ্ধান্ত জানাতে পেরেছিলো। এবার সেই প্রযুক্তি ব্যবহার হবে মেক্সিকোর ক্লসুরা ক্লাব টুর্নামেন্টে।
রয়টার্স এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মেক্সিকীয় ফুটবল ফেডারেশন (এফএমএফ) এই প্রযুক্তি ব্যবহারের কথা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, ক্লসুরা ক্লাব টুর্নামেন্টে এই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি আমরা।
মূলত এই সিস্টেমে বিশেষ ক্যামেরা ব্যবহার করা হবে, যা খেলোয়াড়দের শরীরের ওপর পয়েন্ট ট্র্যাক করে। এরপর ভিডিও আসিস্ট্যান্ট রেফারিকে (ভিএআর) পর্যালোচনার জন্য থ্রি-ডি অ্যানিমেশনসহ খেলোয়াড়ের অবস্থান অবগত করে। গত বছরের কাতার বিশ্বকাপে যার ব্যবহার করা হয়েছিলো।
শুধু প্রযুক্তিই নয়, এসএওটি প্রযুক্তি ব্যবহারে রেফারিদের রয়েছে প্রস্তুতির প্রয়োজন। এই প্রযুক্তির জন্য কারিগরি বিভাগ এবং লিগা এমএক্স রেফারিরা, অফ-সাইড লাইন গ্রহণের জন্য প্রস্তুত, এমনটাই জানানো হয়েছে।
এই বিষয়ে এফএমএফ রেফারি কমিশনের নির্দেশনা পরিচালক, এনরিক ওসেস মেক্সিকো সিটিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, রেফারিরা গত দুই মাসে প্রায় ৪০০ ঘণ্টা এই প্রযুক্তির জন্য প্রস্তুত হয়েছেন। তারা পিচ পরিমাপ ও যাচাই করার জন্য স্টেডিয়ামে গিয়েছিলেন। সুতরাং নতুন এই প্রযুক্তির সহায়তা পেতে আমরা প্রস্তুত।
আরও পড়ুন: চট্টগ্রামের রান খরায় সিলেটের সহজ জয়
এদিকে শুক্রবার (৬ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ক্লসুরা টুর্নামেন্ট। তথ্য অনুযায়ী চলতি মাসের ২৭ তারিখ থেকে ইতালির সেরি এ-তে এসএওটি প্রযুক্তি ব্যবহার করা হবে।
একাত্তর/আরআই/এসি