সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

যেভাবে প্রাণে ফিরলেন এরিকসেন

আপডেট : ১৩ জুন ২০২১, ১১:০১ পিএম

ইউরোতে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ চলার সময় যখন এরিকসেন আচমকাই মাটিতে লুটিয়ে পড়ছেন, তখন তাঁর সব থেকে কাছাকাছি ছিলেন জাতীয় দলের সতীর্থ সিমোন কিয়ের।

আর, তার উপস্থিতি বুদ্ধি আর চেষ্টাতেই এরিকসেন প্রাণে বেঁচে গেছেন। আর এমন কথাই ঘুরছে ইউরোপের ফুটবলপ্রেমীদের কাছে। তাদের কাছে কিয়ের এখন ‘মহানায়ক’।

image


৪২ মিনিটের মাথায় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন ইন্টার মিলানে খেলা ২৯ বছর বয়সী ড্যানিশ তারকা এরিকসেন। এ সময় তার সবচেয়ে কাছাকাছি ছিলেন কিয়ের। 

যিনি শুধু ডেনমার্কের অধিনায়কই নয়, ইতালির সিরি আ’তে ইন্টারের চিরপ্রতিদ্বন্দ্বী দল এসি মিলানের একজন নিয়মিত খেলোয়াড়। 

কিন্তু ক্লাব আর জাতীয় দল তো এক নয়। জাতীয় দলে একে অপরের একান্তই সুহৃদ। এরিকসেন লুটিয়ে পড়তেই কিয়ের ছুটে যান তার কাছে। তার পেছনে রেফারি ও অন্যান্যরা।

আরও পড়ুন: এরিকসেন ভালো আছেন, কিছুদিন হাসপাতালে থাকবেন

পরিস্থিতি দেখে একটুও ঘাবড়ালেন না তিনি। এরিকসেনের অবস্থা দেখে ঘাবড়ে না গিয়ে মাথা ঠাণ্ডা রাখেন কিয়ের। দ্রুত সিদ্ধান্ত নেন সেই মুহূর্তে তার করণীয় নিয়ে। 

image


হৃদযন্ত্র সাময়িক বন্ধের সময় যাতে কোনভাবে এরিকসেনের জিভ মুখের ভিতর ঢুকে না যায়, সেদিকেই নজর দিলেন তিনি। কারণ এমন ঘটলে আর বাঁচানো যাবে না সতীর্থকে।

তাই, চিকিৎসক দল মাঠে পৌঁছানোর আগে সেই গুরুত্বপূর্ণ কয়েক সেকেন্ড দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কিয়ের। মুখে মুখ রেখে ক্রমাগত এয়ার সাকশান করে গেলেন।

এরপরের ঘটনা সবার জানা। চিকিৎসক এসে বাকি কাজটা সারেন। ক্রমাগত সিপিআর দিতে থাকেন। এক সময় চোখ মেলে তাকান এরিকসন। 

জ্ঞান ফিরে পাওয়া এরিকসেনকে তোলা হয় স্ট্রেচারে। মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে সোজা নেয়া হয় কোপেনহেগেনের হাসপাতালে। 

উল্লেখ্য, গেল বছর টটেনহ্যাম হটস্পার ছেড়ে ইন্টার মিলানে চলে যান এরিকসেন। টটেনহ্যামের হয়ে তিনি ২২৬টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫১টি। 


একাত্তর/এআর


সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুক্রবার ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখিয়ে গোল উৎসব করে মেয়েরা।
বেহাল রিয়াল মাদ্রিদ। এক হালি গোল খেয়ে বসলো লস ব্লাঙ্কোস  মেটলাইফ স্টেডিয়ামে তিন মিনিটের ঝড়ে ওলট-পালট হয়ে গেলো কিলিয়ান এমবাপেরা।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচে গো হারা হেরেছে বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো লড়াই না করে ৯৯ রানে হেরেছে মিরাজ বাহিনী। হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ...
আজ ৮ জুলাই, একটি তারিখ যা অনেক ব্রাজিলীয় ফুটবলপ্রেমীর মনে বেদনার ছায়া ফেলে, তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। এই দিনে, ঠিক ১১ বছর আগে ব্রাজিল জাতীয় ফুটবল দল নিজ মাটিতে জার্মানির কাছে মুখ থুবড়ে পড়েছিল।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত