ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখার জন্য তার শরীরে 'ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর' (আইসিডি) স্থাপন করতে যাচ্ছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৭ জুন) ডেনমার্ক ফুটবল দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
'ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর' বা আইসিডি এমন একটি যন্ত্র যা মানুষের ত্বকের নিচে স্থাপন করা হয়। হৃদযন্ত্রের স্পন্দনে কোন অস্বাভাবিকতা দেখা দিলে যন্ত্রটি তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম। এরপর অতি অল্প মাত্রার বিদ্যুৎ প্রবাহিত করে এটি হৃদযন্ত্রকে আবার স্বাভাবিক ছন্দে নিয়ে আসে।
ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক মর্টেন বোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঘটনা ঘটলে পরবর্তী সময়ে সতর্কতার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়।
গত ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ডেনমার্কের খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসেন। সতীর্থদের সহযোগিতায় ও চিকিৎসকদের তৎপরতায় মাঠে বসেই জ্ঞান ফিরে পান তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: যেভাবে প্রাণে ফিরলেন এরিকসেন
এরপর গত চারদিন তাকে হাসপাতালে রাখার পর চিকিৎসকরা তার শরীরে আইসিডি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলের চিকিৎসক।
একাত্তর/এসজে