লিওনেল মেসি ও নেইমারের পর এবার পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে। পারিসিয়ানরা চাইছে এমবাপেকে বিক্রি করে দিতে আর এমবাপের চাওয়া ফ্রি এজেন্ট হওয়া।
এদিকে, আবারো এমবাপেকে পেতে দৌড়ঝাপ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। যদিও ফরাসি ক্লাবটার সাথে চুক্তির মেয়াদ এখোনো বাকি এক সিজন।
এ যেন বিনা মেঘেই বজ্রপাত। চলতি সপ্তাহে ফাটলো ফরাসি মিসাইল। কিলিয়ান এ্মবাপে এবার গনমাধ্যমের হেডলাইন। এই স্ট্রাইকারকে বিক্রি করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে তারই ক্লাব।
২০২৪ সাল পর্যন্ত ২৪ বছর বয়সী এমবাপের সাথে চুক্তির মেয়াদ ছিল পিএসজির। তবে এমবাপে আর চুক্তির মেয়াদ বাড়াতে চান না। হতে চান ফ্রি এজেন্ট।
এই ব্যাপারে অনুমতি চেয়ে এমবাপে পিএসজিকে একটি চিঠি পাঠায়, যা ক্লাব অথোরিটির কাছে পৌছানোর আগেই ফাঁস হয়ে যায় মিডিয়াতে। আর এতেই ক্ষেপে যায় ক্লাব কর্তুপক্ষ।
কোনভাবেই এমবাপেকে ফ্রি ট্রান্সফারে যেতে দেবে না এমনকি পিএসজি বলছে তাদের সাথে নাকি প্রতারণা করেছেন এই ফরাসি আইকন।
এই ঘটনার পর নতুন করে আবারো সরব রিয়াল মাদ্রিদ। কারিম বেনজেমার স্থলাভিষিক্ত করতে এমবাপেকে পেতে নাকি ২০০ মিলিয়নের অফার রেডি করছে লস ব্লাঙ্কোস।
চুক্তির মেয়াদ এক বছর থাকলেও এমবাপে আর রিয়ালকে ঘিরে শুরু হয় গুঞ্জন। এরপরই মুখ খোলেন বিশ্বকাপের এই গোল্ডেন বুট জয়ী। ব্যাখ্যা করেন নিজের অবস্থান।
এমবাপে বলেন, না আমি বলেছি পিএসজি ছেড়ে যাব, না বলেছি রিয়াল মাদ্রিদে যোগ দেবো। আমি শুধু বলেছি ২০২৫ সালের জুনের পর আর চুক্তি নবায়ন করবো না।
শুধু রিয়াল মাদ্রিদ নয়, এমন আগুনে পারফরমারকে পেতে ট্রান্সফার মার্কেটে নামছে লিভারপুল, চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৭ সালে মোনাকো থেকে রেকর্ড ১৯০ মিলিয়ন ডলারে পিএসজিতে আসেন এমবাপে। মেসি, নেইমার নেই, এবার যদি এমবাপেকেও হারাতে হয় তবে ফরাসি ক্লাবটার সামনে ঘোর বিপদ।
একাত্তর/এআর