অলিম্পিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন অস্ট্রেলিয়ার সাতারু এমা ম্যাককিয়ন। টোকিও গেমস থেকে কুড়িয়ে নিয়েছেন সাতটি পদক। এক আসর থেকে এতোগুলো পদক জয়ের রেকর্ড আরো কোন ক্রীড়াবিদের নেই।
রোববার (১ আগস্ট), নারীদের চারশ' মিটার রিলে সাঁতারে দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হতাশ করে অস্ট্রেলিয়াকে স্বর্ণ এনে দিয়ে ম্যাককিয়ন নতুন এই ইতিহাস সৃষ্টি করেন।
ক্যালি ম্যাককিওয়েন, চেলসি হগস, এমা ম্যাককিয়ন ও কেট ক্যাম্পবেলের সমন্বয়ে গড়া অস্ট্রেলিয়ার দল নতুন অলিম্পিক রেকর্ড সময়, তিন মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়ে আমেরিকাকে পেছনে ফেলেন।
আরও পড়ুন: জহির রায়হানের সাথে অলিম্পিক থেকে বিদায় নিলো বাংলাদেশ
তিন মিনিট ৫১.৭৩ সেকেন্ড সময় নিয়ে আমেরিকার দলকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তৃতীয় স্থান পাওয়া কানাডা সময় নিয়েছে তিন মিনিট ৫২.৬০ সেকেন্ড।
টোকিও গেমসে ম্যাকিয়নের এটি ছিলো সপ্তম পদক জয়ের ঘটনা। অলিম্পিকের ইতিহাস এমন ঘটনার জন্ম তার আগে কেউ উপহার দিতে পারেননি।
দুর্দান্ত গতির এই সাঁতার ইভেন্টের শুরুতে কানাডার কিশোরী লিডিয়া জ্যাকব আমেরিকাকে পেছনে ফেলেন। পরে ব্যাকস্ট্রোকের তুমুল গতিতে এগিয়ে যায় আমেরিকা।
কিন্তু, বাটারফ্লাইতে বিদ্যুৎগতিতে সেই ব্যবধান কমিয়ে এনে অস্ট্রেলিয়াকে সবার সামনে এনে দেন ম্যাককিয়ন। আর শেষ রাউন্ডে ফ্রিস্টাইলে বাকি কাজটা সারেন ক্যাম্পবেল।
চলতি আসরে এটি ছিলো ম্যাককিয়নের জন্য চতুর্থ স্বর্ণ জয়ের ঘটনা। এছাড়াও তিনি এবারের গেসম থেকে কুড়িয়েছেন তিনটি ব্রোঞ্জ।
এর আগে জার্মানির ক্রিস্টিন অটো ১৯৫২ সালে এবং আমেরিকার নাথালি কফলিন ২০০৮ সালের আসরে ছয়টি করে পদক জিতেছিলেন।
একাত্তর/এসজে