বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া স্থগিত ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য নতুন সময় নির্ধারিত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ আগামী ২০২৩ সালের মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস ও ব্যস্ত শিডিউলের কারণে সিরিজ পেছানোর ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ড পারস্পরিকভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত সোমবার (২ আগস্ট) ক্রিকইনফো জানিয়েছিল, সিরিজ স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে, এ ব্যাপারে কোন পক্ষ থেকেই তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ব্র্যান্ড ভ্যাল্যুর দরে বাংলাদেশ ক্রিকেটের মূল্যায়ন
আসন্ন আইপিএল টুর্নামেন্টকে সামনে রেখে ইংল্যান্ড বাংলাদেশ সফর স্থগিত করতে চায় বলে ধারণা করা হচ্ছিল। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের দ্বিতীয় কিস্তি শুরু হবে।
এ বছরের শুরুর দিকে আইপিএলের ২৯ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর বেশ কয়েকটি দলের খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় আইপিএলে অংশগ্রহণে ইংল্যান্ডের ক্রিকেটারদের আর কোন বাধা রইল না।