অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার (৩ জুলাই) প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার- তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস দলে না থাকায় শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। দ্রুত সময়ের মধ্যে সৌম্যর উইকেট চলে যাওয়ায় সেই চাপ আরও বেড়েছে। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ৯ বলে মাত্র দুই রান করেন সৌম্য। অন্য প্রান্তে থাকা মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে এসেছে একটি করে চার-ছক্কা। কিন্তু এরইমধ্যে মোহাম্মদ নাঈম শেখের উইকেট তুলে নিয়েছে অজিরা। ২৯ বল খেলে ৩০ রান করেন নাঈম।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা গড়িয়েছে নবম ওভারে। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪১। বর্তমানে ক্রিজে মাহমুদুল্লাহর সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান।
আরও পড়ুন: চট্টগ্রাম আইসিইউর জন্য হন্য হয়ে ঘুরছে স্বজনরা
অন্যদিকে অস্ট্রেলিয়ার রিলে মেরিডিথ ও অ্যারন ফিঞ্চ ছিটকে গেছেন ইনজুরিতে। দলে নেই স্টিভেন স্মিথ। ব্যক্তিগত কারণে আসেননি গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। তারপরও স্বাগতিকদের ওয়েনিং জুটির উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন অজিরা।
বাংলাদেশ একাদশ রয়েছেন: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ রয়েছেন: জশ ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোয়েসস হেনরিকস, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
একাত্তর/আরবিএস