সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

অর্থের দোহাইয়ে মেসিকে হারালো বার্সেলোনা!

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৩:৫৮ পিএম

এক ঘোষণায় যেনো আকাশ ভেঙে পড়লো। কেড়ে নিল চোখের ঘুম। মৃত্যু যন্ত্রণার মতো বেদনার শেল বিঁধলো বুকে। এই ক্যাম্প ন্যু, এই শহর বার্সেলোনা তো এতোদিন বেঁচেছিল মেসি নামক সৌরজগত চোখে নিয়েই।

শেষ রক্ষা হলো না, অবশেষে বার্সেলোনা ছাড়তেই হচ্ছে লিওনেল মেসিকে। কাতালান জায়ান্ট জানিয়েছে, ইচ্ছে থাকলেও অর্থ সংকট আর লা লিগা কর্তৃপক্ষের কঠিন নিয়মের কারণে তারা মেসিকে রাখতে পারছে না। এতে অবশ্য অনেকে বার্সার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। 

আলোকে আলোকবর্ষ দূরে রেখে, পিছনে ফেলে মহাকাল, থমকে দিয়ে সময়েরর রথ, মেসি ধরবেন কোন পথ; সেই প্রশ্ন এখন চারপাশে।  

সবকিছু ছিল ঠিকঠাক, বেতন অর্ধেক করেও বার্সাতেই থাকতে চেয়েছিলেন সময়ের সেরা তারকা। কথা ছিল সইটাও করে ফেলবেন বৃহস্পতিবার। তবে এলো না সুখের খবর, বৃহস্পতিতেই বার্সার কাঁধে শনি করলো ভর। অর্থের সমীকরণে ওরা হারালো সবচেয়ে প্রিয় বন্ধুকেই।

আরও পড়ুন: শিল্পী সমিতির পদ হারাচ্ছেন পরীমনি ও একা?

গেলবারের মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণায় তোলপাড় হয়েছিল। শান্ত নদীর এমন অশান্ত রূপে বার্সার সর্বনাশ দেখেছিলেন অনেকেই। শত্রু বার্তোমেউর বিদায়, বন্ধু লাপোর্তার সভাপতির পদে বসা। মেসির নমনীয় সুর, সবশেষ চুক্তিতে আসা। স্বস্তি এনেছিল শহর বার্সেলোনায়।

তবে সব গল্পের শেষটা যে শান্তি সুখের হয় না, শেষ অঙ্কে সব নাটক পৌঁছায় না মিলনে। মেসির বেলাতেও হয়েছে তাই, সব ভেস্তে গেছে শেষে এসে। মিলন গোধূলি লগনেই চির বিদায়ের বাণী শুনিয়ে গেছে মহাকাল।

কিন্তু কেনো এমন হলো? কোন কারণে ভাঙলো ২১ বছরের সংসার? উত্তরে অনেকেই বার্সা ম্যানেজমেন্টকেই দুষছেন। বলছেন, টাকার খতিয়ান মেলাতেই কাতালান জায়ান্টরা এমন হঠকারী পথে হাঁটছে।

সব আলাপের পর এখন সত্য ওই, সাতশত আটাত্তর ম্যাচ, ৬৭২ গোল আর ৩৫ ট্রফির মায়া ছেড়ে মেসিকেও ধরতে হচ্ছে অন্য পথ। যে পথে আগেই হেঁটেছিল বন্ধু সুয়ারেজ, নেইমার। তাই হয়তো ওলটপালট হচ্ছে বুকের ভেতর, বৃষ্টি নামছে ঝুমঝুমিয়ে।

একাত্তর/আরএইচ

বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।
সব জল্পনা কল্পনা শেষে দেশের পথে উড়োজাহাজে চেপেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তাকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী। স্নানঘাটে তার গ্রামের বাড়িতে চলছে শেষ মুহূর্তের...
ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো সফরকারী পাকিস্তান। রোববার (১৬ মার্চ) সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান।...
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার (১২) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এবার দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান। ১৮ বছর পর পত্রিকাটি ফিরে পেলেন তিনি।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত