সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

রচিত হলো ক্যাঙ্গারু বধের ঐতিহাসিক কাব্য

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৯:৫৭ এএম

পর পর তিনটি জয়। মিরপুরে রচিত হলো ঐতিহাসিক কাব্য। টাইগারদের হাতে ধরাসায়ি ক্যাঙ্গারু।

আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে সিরিজ জয়ের মিশনে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে শামীম-মাহমুদউল্লাহরা। জবাবে ব্যাট করতে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় অজিরা। ফলে ১০ রানে জয় পায় বাংলাদেশ।

১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ রানে ফেরেন ম্যাথু ওয়েড। প্রথম দুই ম্যাচে ১৩ ও ৪ রানে আউট হওয়া ম্যাথু ওয়েড এদিন ১ রানের বেশি করতে দেননি নাসুম। 

এরপর তিনে ব্যাটিংয়ে নামা মিচেল মার্রশকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান বেন ম্যাকডারমট। 

অবশ্য তাদের জুটিটা ৬০ রানে ভেঙে যাওয়ার  কথা ছিল। ১৩তম ওভারে মোস্তাফিজের বলে ম্যাকডারমটের ক্যাচ ফেলে দেনে শরিফুল ইসলাম। ৩২ রানে নতুন লাইফ পান এ ওপেনার।

আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ দল।

৩ রানে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে।

দলের হয়ে ৫৩ বলে খেলে সর্বোচ্চ ৫২ রান করেন রিয়াদ। এছাড়া ২৬ ও ১৯ রান করে আউট হন সাকিব আল হাসান ও আফিফ হোসেন। ৫ বলে ১১ রান করে রান আউট হন নুরুল হাসান সোহান।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের (বিকাল ৫টা ৩০ মিনিট) দেড় ঘণ্টা পর টস হয়। জিতে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন ছিলোনা। অস্ট্রেলিয়ার একাদশে বদল ছিলো তিনটি। ম্যাচে ছিলেননা মিচেল স্টার্ক, জশ ফিলিপি ও অ্যান্ড্রু টাই। একাদশে ঢোকেন বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৯ (নাঈম ১, সৌম্য ২, সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামীম ৩, সোহান ১১, মেহেদি ৬, মুস্তাফিজ ০, শরিফুল ০*; টার্নার ১-০-২-০, হেইজেলউড ৪-০-১৬-২, জ্যাম্পা ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, এলিস ৪-০-৩৪-৩, মার্শ ১-০-১৫-০, ক্রিস্টিয়ান ২-০-৯-০)।

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১১৭/৪ (ম্যাকডারমট ৩৫, ওয়েড ১, মার্শ ৫১, হেনরিকেস ২, কেয়ারি ২০*, ক্রিস্টিয়ান ৭*; মেহেদি ৩-০-২৯-০, নাসুম ৪-১-১৯-১, সাকিব ৪-০-২২-১, মুস্তাফিজ ৪-০-৯-০, শরিফুল ৪-০-২৯-২, সৌম্য ১-০-৯-০)।

বাংলাদেশ একাদশ ছিলেন: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম,  মোস্তাফিজুর রহমান।

image


আরও পড়ুন: টি-টোয়েন্টির জাদুর কাঠি ক্যাপ্টেন রিয়াদের হাতে

অস্ট্রেলিয়া একাদশ ছিলেন: আলেক্স ক্যারি, মিচেল মার্শ, মোজেজ হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস।


একাত্তর/আরএ

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
প্রতিশোধ নেয়া হলো না, কোনোমতে প্রাণ আর মান বাঁচালো আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ে আলমাদার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তারা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান...
গোল করে ছুটে গিয়ে আনচেলোত্তির সঙ্গে সেলিব্রেশনে মাতলেন ভিনিশিয়াস জুনিয়র,  প্যারাগুয়ের বিপক্ষে ওই এক গোলেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল, নয়া কোচ পেলেন পয়লা জয়ের স্বাদ।
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত