অজিদের হাত থেকে সিরিজ ছুটে গিয়েছে গত ম্যাচেই, তবু হাল ছাড়ার পাত্র নয় তারা। চলতি সফরে স্বাগতিকদের বিপক্ষে জয় পেতে মরিয়া অস্ট্রেলিয়া এবার বাংলাদেশের ইনিংস আটকে দিয়েছে ১০৪ রানে।
মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অজি বোলারদের তোপে সুবিধা করতে পারেনি বাংলার ব্যাটসম্যানরা। শেষদিকে মাহেদি হাসানের ১৫ বলে একটি করে চার-ছক্কায় ২৩ রানের ইনিংসে কোনোমতে একশ পেরিয়েছে স্বাগতিকরা, ৯ উইকেটে তুলেছে ১০৪ রান।
আরও পড়ুন: করোনার বিরদ্ধে ১০৫ বছরের বৃদ্ধা আমেনার মনোবলের সংগ্রাম
বাংলাদেশের ওপেনিং জুটির রানের খরা কাটেনি এই ম্যাচেও। প্রথম তিন টি-টোয়েন্টিতে জয় পেলেও ব্যাটিংয়ে একবারও ভালো শুরু করতে পারেনি টাইগাররা।
মিরপুরের মাটিতে সিরিজ খোয়ানো অজিদের সামনে এখন কেবল সম্মানজনক এক বিদায়ের দায়, আর সেই সম্মান নিয়ে বাড়ি ফেরার লক্ষ্যে ২০ ওভারে ১০৫ রানের সহজ টার্গেট তাদের সামনে।
একাত্তর/এসএ