সব জল্পনা-কল্পনার অবসান শেষ। বিশ্ব ফুটবলের মহাতারকা লায়োনেল মেসির নতুন ঠিকানা হচ্ছে, পিএসজি। আজকালের মধ্যেই তাকে দেখা যাবে প্যারিসের প্রিন্সেস পার্কে।
মঙ্গলবার (১০ আগস্ট), প্রভাবশালী ও জনপ্রিয় স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, পিএসজির চুক্তিতে সায় দিয়েছেন মেসি এবং দুই বছরের জন্য তার ঠিকানা হবে প্যারিসই।
এ নিয়ে মেসি বা পিএসজি তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে, সায় দেওয়ার বিষয়টি নিশ্চিত বলেই দাবি করেছে পত্রিকাটি।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে দুই বছরের চুক্তি হলেও, ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে পারবেন। বেতন-ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে তিন কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন।
এদিকে মার্কার পাশাপাশি, মেসির বাবা জর্জ মেসিও স্প্যানিশ গণমাধ্যমকে চুক্তির বিষয়টি নিশ্চিত কর জানিয়েছেন, তার ছেলে শিগগিরই প্রিন্সেস পার্কে যাবে।
পিএসজির সঙ্গে চুক্তিতে সই করতে মঙ্গলবারই প্যারিসে উড়ে যেতে পারেন মেসি। চুক্তি সইয়ের পর সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে মেসিকে হাজির করাতে পারেন পিএসজির কর্মকর্তারা।
আর, লা প্যারিসিয়ান পত্রিকা জানিয়েছে, আগামী শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির সঙ্গে স্ট্রাসবোর্গের খেলায় মেসিকে প্রিন্সেস পার্কে প্রথমবার দেখা যাবে। তবে দলটির হয়ে তার অভিষেক ঘটবে ২৯ আগস্ট রেমিসের মাঠে।
আরও পড়ুন: পদ্মা সেতুর নিচ দিয়ে বাস-ট্রাকসহ ফেরি চলাচল বন্ধ ঘোষণা
মেসির জন্য পিএসজি হবে অনেকটা বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের মতো। সেখানে তিনি ফিরে পাবেন সবচেয়ে ভালো বন্ধু নেইমারকে। এছাড়া পাচ্ছেন বার্সার আরেক তারকা সার্জিও রেমোসকে। সেই সঙ্গে পাচ্ছেন স্বদেশি আনহেল ডি মারিয়া এবং ইকার্দিতে।
নতুন মৌসুমেই মেসি প্রতিপক্ষ হিসাবে পেতে পারেন বার্সেলোনাকে। পিএসজিকে চ্যাম্পিয়ন লীগের শিরোপা জিততে হলে বার্সেলোনাকে হারিয়েই সেটি করতে হবে পিএসজিকে।
এদিকে, মেসিকে বার্সেলোনাতে রেখে দিতে রাতের আঁধারে একটি প্রস্তাব দেওয়া হয়েছিলো বলে খবর রটেছিলো। তবে, সেটি সঙ্গে সঙ্গে প্রত্যাখান করেছে বার্সা কর্তৃপক্ষ।
একাত্তর/আরবিএস