সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

পিএসজির জন্য সব শিরোপা জিততে চান মেসি

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৮:১০ পিএম

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে, ফরাসি জায়ান্ট পিএসজির হয়েই লায়োনেল মেসি ঘোষণা দিলেন, দলটির হয়ে সব কিছু জিততে নিজেকে উজাড় করে দেওয়ার। জানালেন, পিএসজির মতো উচ্চাভিলাষী দলের হয়ে সব লড়াইয়ে জন্য তিনি প্রস্তুত। 

বুধবার, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পিএসজির ঘর- প্রিন্সেস পার্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। মেসি বলেন, তিনি পিএসজির হয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চান।

image


লায়োনেল মেসি, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে পিএসজির সভাপতি কাতারের ধনকুবের নাসের আল খেলাইফি প্রিন্সেস পার্কে পৌঁছান। 

এ সময় হাজার হাজার পিএসজি সমর্থক মেসি মেসি শ্লোগানে আকাশ বাতাস ভারি করে তোলেন। এমন উষ্ণ সংবর্ধনার জবাবে কিছুটা সময়ের জন্য সমর্থকদের দেখা দেন মেসি।

নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হওয়া সংবাদ সম্মেলনের শুরুতেই মেসি পিএসজি সমর্থক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুশি। দীর্ঘ একটা সময় বার্সেলোনায় থাকার পর ছেড়ে চলে আসা অনেক কঠিন। কিন্তু, এখানে আসতে পেরেও অনেক ভালো লাগছে। নতুন দল ও সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। অনুশীলন শুরুর জন্যও অধীর হয়ে আছি’।

মেসি জানান, বার্সেলোনা কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পর পিএসজির সঙ্গে আলোচনা ও চুক্তি, সব কিছুই খুব অল্প সময়ের জন্য হয়ে গেছে। তিনি এখন মাঠে খেলার জন্য অপেক্ষা করছেন। 

মেসি বলেন, ‘পিএসজি একটি উচ্চাভিলাষী দল এবং আমার মধ্যেও জয়ের বাসনা অনেক প্রবল। এরইমধ্যে কোচ ও দলের সঙ্গে পরিচিত হয়েছি। আমরা সব লড়াইয়ের জন্য প্রস্তুত। আর আমি এখানে এসেছিও সেই কাজটি করতে’।

প্রায় এক মাস মাঠের বাইরে থাকার কারণে খুব একটা অনুশীলনের সুযোগ হয়নি মেসির। সেই কথা জানিয়ে তিনি বলেন, মৌসুম শুরুর জন্য তাকে একাই কিছুদিন অনুশীলন করতে হবে। তবে দলীয় অনুশীলনে ফিরতে এবং দ্রুত পিএসজির হয়ে মাঠে নামতে চান তিনি। 

গেলো একটি সপ্তাহ জীবনের অন্যতম কঠিন সময় ছিলো বলেও উল্লেখ করেন মেসি। তিনি জানান, এতো কম সময়ের মধ্যে এতো কিছু ঘটে গেছে, যা ছিলো অকল্পনীয়। তবে, শেষ পর্যন্ত যা হয়েছে, সেটা নিয়েই তিনি উত্তেজিত এবং সেটি উপভোগের সময় এখন।

মেসি বলেন, ‘আমার লক্ষ্য ও স্বপ্ন হলো আবারো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা। আমার মনে হয়ে আমাদের দলের সেই সামর্থ্য আছে’।

পিএসজিতে আসতে নেইমারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমন কথা জানিয়ে মেসি বলেন, ‘ড্রেসিং রুমে আমি অনেক বন্ধুর দেখা পাবো। দারুণ একটি দল পেয়েছি। আমার ও পিএসজির লক্ষ্যও এক। আশা করি সবাই মিলে একসঙ্গে সেটি লক্ষ্য অর্জন করতে পারবো’।

দল হিসাবে পিএসজির প্রশংসা করে মেসি আরো বলেন, ‘এই দল অনেক বড় বড় খেলোয়াড়কে নিয়ে এসেছে। এতে শুধু পিএসজিই নয়, অন্যান্য দলগুলোও উপকৃত হয়েছে। আমার জন্য নতুন দল, নতুন দেশ। মনে হচ্ছে সব কিছু্ ভালোই যাবে’।

চলতি মৌসুমে বার্সেলোনার সঙ্গে পিএসজির দেখা হলে কেমন লাগবে, এমন এক প্রশ্নের উত্তরে মেসি বলেন, ‘শৈশব থেকে দলটির সঙ্গে আমার সম্পর্ক। তাই সবাই জানে দলটির প্রতি আমার প্রেম-ভালোবাসার কথা। সব সময়ই সেটিই আমার ঠিকানা। ইউরোপের আসরে আমাদের দেখা হবে। তবে অন্য একটি দলের জার্সি গায়ে ন্যু ক্যাম্পে খেলতে যাওয়া অদ্ভুত এক ব্যাপার হবে। তবে এটা ফুটবল এবং তেমনটি হতেই পারে’।

প্যারিসের জীবনযাত্রার সঙ্গে কতোটা মানিয়ে নেওয়া যাবে, এমন এক প্রশ্নের জবাবে মেসি জানান, প্যারিস একটি দর্শনীয় শহর। তার এবং পরিবারের কাছে ভালো লেগেছে। পরিবারের জন্য একটি আরামদায়ক পরিবেশ পেয়ে তিনি খুশি। 

image


তাছাড়া, পিএসজিতে বন্ধু সংখ্যা অনেক। ফলে প্যারিসের জীবনযাত্রার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে তারা সাহায্য করবে বলেই মনে করেন মেসি। 

সংবাদ সম্মেলন শেষে মেসি আবারো প্রিন্সেস পার্কের বাইরে পিএসজির সমর্থকদের দেখা দেন। জবাবে সমর্থকরাও মেসি মেসি ধ্বনিতে আশপাশ কাঁপিয়ে তোলেন। 


একাত্তর/এআর/আরবিএস   

নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল।
মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
এলেন-দেখলেন-জয় করলেন! মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে। সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও।
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তার অভিযোগ, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে।
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
সংস্কার না করে নির্বাচন করলে যে দল ক্ষমতায় আসবে তারা আদৌ কি সংস্কার করতে পারবে’- এমন যারা ভাবছেন তাদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গিকার।...
দেশের সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের দাবি, শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতেই ৭২ এর সংবিধান প্রণয়ন করা হয়। যা গেলো ৫৪ বছরেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত