চেলসির জয়রথ চলছেই। এবারে ইউয়েফা সুপার কাপের শিরোপা জিতলো চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ফাইনালে টাইব্রেকারে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ৬-৫ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় দ্য ব্লুজ।
প্রতি মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগজয়ী ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের মধ্যে হয় এই ম্যাচ। প্রথমার্ধে হাকিম জিয়েখের গোলে লিড নেয় ব্লুরা। ইংলিশ আর স্প্যানিশ লড়াইটা হয় সমানে সমান।
আরও পড়ুন: পিএসজির জন্য সব শিরোপা জিততে চান মেসি
বিরতির পর সমতায় ফেরে ভিয়ারিয়াল। নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ও একই স্কোরলাইনে শেষ হয়। টাইব্রেকারেও লড়াই হয় বেশ রোমাঞ্চকর।
শেষ পর্যন্ত ৬-৫ ব্যবধানের জয় নিয়ে ট্রফি জিতে নেয় থমাস টুখেলের দল ।
একাত্তর/এসজে